চেন্নাই : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমেই অভিষেক হয়েছে গুজরাট টাইটান্সের। প্রথম বারই চ্যাম্পিয়ন। এ বারের আইপিএলেও প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল গুজরাট টাইটান্স। পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলবে গুজরাট টাইটান্স। জিতলে সরাসরি ফাইনাল। হারলে দ্বিতীয় সুযোগ থাকবে। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। এই মাঠে চেন্নাইকে হারানো সত্যিই কঠিন। তবে অসম্ভব, তা বলা যায় না। যদিও প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের রেকর্ড চমকে দেওয়ার মতোই। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। চার বারের চ্যাম্পিয়ন তারা। আইপিএলের ১৬টি সংস্করণের মধ্যে ১৪টিতে খেলেছে চেন্নাই সুপার কিংস। এর মধ্যে মাত্র দু-বার প্লে-অফে যেতে পারেনি চেন্নাই। সে কারণেই যেন বাড়তি সতর্ক থাকতে হবে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে। শুধু তাই নয়, প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের পরিসংখ্যান যে কোনও দলের কাছেই আতঙ্কের কারণ হতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল গুজরাট টাইটান্স। তবে এ বার আলাদা ম্যাচ। মরসুমের শুরুর দিকে কোনও দলেরি সেট কম্বিনেশন থাকে না। চেন্নাই সুপার কিংসও এক ঝাঁক চোট পাওয়া খেলোয়াড়দের মাঝে সেরা কম্বিনেশন খুঁজে নিয়েছে। ফলে এই ম্যাচে গুজরাটের কাজ সহজ হবে না। আইপিএলে এখনও অবধি তিন বার মুখোমুখি হয়েছে এই দুই দল। সব ক’টি ম্যাচই জিতেছে গুজরাট টাইটান্স। তাহলে এই ম্যাচ কোন দিক থেকে আলাদা! এক নজরে সেটাই দেখে নেওয়া যাক।
আইপিএলের ইতিহাসে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের পরিসংখ্যান