Virat Kohli : ঝোঁকের মাথায় গাড়ি কিনে আফশোস করেন বিরাট!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 29, 2023 | 5:05 PM

Virat Kohli Cars : আইপিএলের জন্মলগ্ন থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। গত আইপিএলের আগে আরসিবির নেতৃত্ব ছাড়েন বিরাট।

Virat Kohli : ঝোঁকের মাথায় গাড়ি কিনে আফশোস করেন বিরাট!
Image Credit source: twitter

Follow Us

বেঙ্গালুরু : বহুল প্রচলিত একটা প্রবাদ, উঠল বাই তো কটক যাই। বিরাট কোহলির ক্ষেত্রেও যেন এমনই। দেখলেই কিনতে ইচ্ছে করে। কিনেও ফেলেন। তারপর আফশোস করেন। খোদ বিরাট কোহলিই এমনটা বলছেন। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার বিরাট কোহলি। শুধু খেলার সূত্রেই নয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও প্রচুর রোজগার করেন। আর ঝোঁকের মাথায় গাড়িও কেনেন। তারপরই আফশোস! ভিন্ন ক্রিকেটারদের নানা শখ থাকে। ভারতের অন্য়তম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির যেমন বাইকের কালেকশন রয়েছে। বিরাটের তেমনই গাড়ির শখ। পার্থক্য় হল, ধোনি পছন্দ করে কেনা বাইকগুলো সংগ্রহে রাখেন। আর বিরাট! আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট যা জানালেন, বিস্তারিত TV9Bangla-য়।

শুক্রবার শুরু হচ্ছে এ বারের আইপিএল। রয়্য়াল চ্য়ালেঞ্জার্সের অনুশীলনেই ব্য়াপক ভিড় হচ্ছে। দীর্ঘ সময় পর আইপিএল ফিরেছে হোম-অ্যাওয়ে ভিত্তিতে। ঘরের মাঠে খেলা দেখা দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। বিরাটকে নিয়ে প্রস্তুতিতেই যে উন্মাদনা, ম্য়াচে যে কী হতে চলেছে আন্দাজ করাই যায়। রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের ইউটিউব চ্য়ানেলে বিরাট নিজের শখ প্রসঙ্গে বলেন, ‘আমার বেশির ভাগ গাড়িই ঝোঁকের মাথায় কেনা। হঠকারি সিদ্ধান্তও বলা যায়। অনেক গাড়িই এমন থাকে, যেগুলো নিয়ে না তো কোথাও বেরোই, নিজেও চালাই না। একটা সময় পর সেই গাড়ি বিক্রি করে দিই।’ সময়ের সঙ্গে তিনি অনেক পরিণত হয়েছেন এবং এই হঠকারি সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কমেছে বলেও জানান বিরাট। আরও যোগ করলেন, ‘আমার মতে এটাও জীবনের একটা শেখার জায়গা। সময়ের সঙ্গে প্রাধান্য়গুলো বুঝতে পারা যায়, মানসিকতা পরিণত হয়। যে কোনও জিনিসকে খেলনা হিসেবে না ভেবে বাস্তব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যায়।’

আইপিএলের জন্মলগ্ন থেকেই রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। গত আইপিএলের আগে আরসিবির নেতৃত্ব ছাড়েন বিরাট। লক্ষ্য় ছিল ব্য়াটিংয়ে আরও বেশি মনসংযোগ করবেন। আরসিবির হয়ে প্রচুর ম্য়াচ জেতানো ইনিংসও খেলেছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটের মতোই গত মরসুমে আইপিএলেও তাঁর পারফরম্য়ান্স আশানরূপ হয়নি। মাত্র ১১৬ স্ট্রাইকরেটে করেছিলেন ৩৪১ রান। নতুন মরসুমে পারফরম্য়ান্সে উন্নতিই লক্ষ্য় বিরাটের।

Next Article