কলকাতা: নীতীশ রানা (Nitish Rana) ঠিক ক’ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক হয়েছেন? নাইট ভক্তরা এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, সাকিল আল হাসান হাসান সহ বেশ কয়েকজন সিনিয়র এবং কয়েকজন ম্যাচ উইনার কেকেআর টিমে থাকা সত্ত্বেও তাঁদের ক্যাপ্টেন হিসেবে ভাবা হয়নি। পরিবর্তে নীতীশ রানাকে বাছা হয়। আর রানাকে কেকেআরের অধিনায়ক দেখে অনেকেই ভ্রু কুঁচকে ছিলেন। তখন থেকেই একটা অঙ্ক ঘুরে ফিরে বেড়াচ্ছিল, নীতীশ কি তা হলে পুরো মরসুমের জন্য অধিনায়ক হননি? রাসেলদের মতো তারকারা কয়েক ম্যাচের জন্য অধিনায়ক হতে চান না বলে নীতীশকে নেতা বাছা হয়েছে? সেই তত্ত্বকে খানিকটা হলেও সমর্থন দিয়ে গেলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। তিনি যা বলেছেন, তা যদি মানতে হয়, তা হলে নীতীশ হয়তো কয়েক ম্যাচ পরেই আর নেতা থাকবেন না। আর কী কী বললেন কেকেআর কোচ? বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।
শ্রেয়স আইয়ারকে নিয়ে এই মরসুমে এখনও শেষ কথা বলা যাচ্ছে না। শীঘ্রই কেকেআরের ‘আসল নেতা’ শ্রেয়স ফিরবেন আইপিএলে। তেমনই শোনা গিয়েছে নাইট কোচের মুখে। চোটের কারণে আইপিএলের শুরুতে শ্রেয়সকে পাবে না কলকাতা। যা নিঃসন্দেহে নাইটদের কাছে বড় ধাক্কা হতে চলেছে। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, “আমি যেটুকু ক্রিকেট খেলেছি বা কোচিং করিয়েছি, তাতে কখনই স্কোয়াডে খেলোয়াড়ের অনুপস্থিতির মতো বিষয়ের জন্য পিছিয়ে যাইনি। শ্রেয়সের অনুপস্থিতি দলে একটা পার্থক্য তৈরি করবে, যেহেতু ও গুরুত্বপূর্ণ সদস্য। ওকে না পাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা আশা করছি শ্রেয়স খুব শীঘ্রই ফিরে আসবে এবং দলে যোগ দিয়ে অনেক পার্থক্য তৈরি করবে।”
শ্রেয়সের অনুপস্থিতিতে কেকেআরের দায়ভার রয়েছে নীতীশ রানার কাঁধে। নাইট কোচ চন্দ্রকান্ত আশাবাদী, রানা ভালোভাবেই নেতার দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, “যখন আমরা প্লেয়ার বাছাই করি এবং তাঁদের কাঁধে দায়িত্ব তুলে দিই তখন দেখি কে কতটা যোগ্য। নীতীশ এই দায়িত্বটার জন্য যোগ্য। ও কেকেআরের সঙ্গে দীর্ঘ সময় ধরে আছে। ওর ঘরোয়া ক্রিকেটের রেকর্ডও বেশ ভালো। তাই বলা যায় সব বক্সেই টিক মার্ক দিতেই হবে ওকে। আমি আশাবাদী ও এই দায়িত্বটা পালন করতে পারবে। কেউ যোগ্য কি না তা আমরা দেখি না। প্রত্যেক খেলোয়াড়ের আলাদা দক্ষতা রয়েছে, এবং নীতীশ কী করে দেখাতে পারে তা চিন্তা করার পরে, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর এটা আমার একার সিদ্ধান্ত নয়। টিম ম্যানেজমেন্ট, পুরো সাপোর্ট স্টাফের ওর ওপর ভরসা রয়েছে।”