SRH vs LSG Highlights, IPL 2023 : প্লে অফের আশা বাঁচিয়ে ৭ উইকেটে জয়ী লখনউ
Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL Live Score in Bengali: দেখুন চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

হায়দরাবাদ: পয়েন্ট টেবিলের নীচের সারিতে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের পথ প্রশস্ত করল লখনউ সুপার জায়ান্টস। হায়দরাবাদকে তাদেরই ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়েছে সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে হায়দরাবাদ। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান লখনউয়ে। ৬৪ রানের ইনিংস প্রেরক মানকড়ের। ১৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে লখনউয়ের জয়ে বড় অবদান রাখলেন নিকোলাস পুরান। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবলের প্রথম চারে প্রবেশ লখনউয়ের।
LIVE Cricket Score & Updates
-
জিতল লখনউ
ওভারের দ্বিতীয় বলে পুরানের বাউন্ডারি। ৭ উইকেটে ম্যাচ জিতল লখনউ সুপার জায়ান্টস।
-
জয়ের দোরগোড়ায় লখনউ
জয়ের দোরগোড়ায় লখনউ। শেষ ৬ বলে ৪ রানের প্রয়োজন।
-
-
আউট স্টইনিস
বড় ধাক্কা লখনউয়ের অভিষেক শর্মার বলে সামাদের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন স্টইনিস। ২৫ বলে ৪০ রান।
-
প্রেরক মানকড়ের অর্ধশতরান
প্রেরক মানকড়ের অর্ধশতরান। ৩৫ বলে ৫০ রান পূর্ণ করলেন।
-
১০ ওভারের খেলা বাকি
১০ ওভারে লখনউয়ের খাতায় উঠল ৬৮ রান। ক্রিজে প্রেরক মানকড় এবং মার্কাস স্টইনিস।
-
-
দ্বিতীয় উইকেট হারাল লখনউ
মায়াঙ্ক মার্কন্ডের বলে আউট কুইন্টন ডি কক। ১৯ বলে ২৯ রান। ৮.২ ওভারে ৫৪-২ লখনউ।
-
৬ ওভারে ৩০-১
৬ ওভারে লখনউয়ের স্কোর ৩০-১।
-
আউট মায়ার্স
পার্টটাইম বোলার গ্লেন ফিলিপস ব্রেক থ্রু দিলেন লখনউকে। আউট কাইল মায়ার্স। ১৪ বলে ২ রান। দারুণ ক্যাচ এইডেন মার্করামের।
-
নো বল বিতর্ক
হায়দরাবাদের ইনিংসের সময় নো বল নিয়ে চরম বিতর্ক। লখনউয়ের ডাগআউট দর্শকাসন থেকে উড়ে এল বোতল!
পড়ুন বিস্তারিত: নো বল নিয়ে চরম বিতর্ক, লখনউয়ের ডাগআউটে পড়ল বোতল
-
রান তাড়া শুরু
লখনউয়ের রান তাড়া শুরু। ক্রিজে কুইন্টন ডি’কক ও কাইল মায়ার্স। বল হাতে ভুবনেশ্বর কুমার।
-
২০ ওভারে ১৮২-৬ হায়দরাবাদ
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ।
-
আউট ক্লাসেন
৪৭ রানে থামল হেনরিক ক্লাসেনের ইনিংস। আবেশ খান ফেরালেন ক্লাসেনকে। ষষ্ঠ উইকেট হারাল হায়দরাবাদ।
-
জোড়া উইকেট ক্রুণালের
দুরন্ত অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। ১২তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ফেরালেন এইডেন মার্করাম ও গ্লেন ফিলিপসকে। পাঁচ উইকেট হারাল হায়দরাবাদ।
-
১০ ওভারে ৯৫-৩
১০ ওভারে হায়দরাবাদের খাতায় তিন উইকেট খুইয়ে ৯৫ রান।
-
আউট অনমোলপ্রীত
অমিত মিশ্রর বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অনমোলপ্রীত সিং। ২৭ বলে ৩৬ রান। ৮.৫ ওভারে ৮২-৩ হায়দরাবাদ। নতুন ব্যাটার হেনরিক ক্লাসেন।
-
পাওয়ার প্লে ওভার শেষ
প্রথম ৬ ওভারে দুই উইকেট খুইয়ে ৫৬ রান হায়দরাবাদের। ক্রিজে অনমোলপ্রীত সিং ও ক্যাপ্টেন এইডেন মার্করাম।
-
আউট ত্রিপাঠী
১৩ বলে ২০ রান করে ফিরলেন রাহুল ত্রিপাঠী। যশ ঠাকুরের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ। ৫.৬ ওভারে ৫৬-২ হায়দরাবাদ।
-
প্রথম উইকেট খোয়াল হায়দরাবাদ
অভিষেক শর্মাকে ফেরালেন যুধবীর। ২.১ ওভারে ১৯-১ হায়দরাবাদ।
-
ম্যাচ শুরু
হায়দারাবাদের ওপেনিংয়ে অনমোলপ্রীত সিং ও অভিষেক শর্মা। বল হাতে যুধবীর সিং চরক।
-
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
অভিষেক শর্মা, অনমোলপ্রীত সিং, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, গ্লেন ফিলিপস, আবদুল সামাদ, টি নটরাজন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকি।
সাবস্টিটিউট: বিভ্রান্ত শর্মা, সানভির সিং, মায়াঙ্ক ডাগর, নীতীশ কুমার রেড্ডি, মার্কো জানসেন
-
লখনউ সুপার জায়ান্টস একাদশ
কুইন্টন ডি কক, কাইল মায়ার্স, ক্রুণাল পান্ডিয়া, প্রেরক মানকড়, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, অমিত মিশ্র, যশ ঠাকুর, রবি বিষ্ণোই, যুধবীর সিং চরক, আবেশ খান।
সাবস্টিটিউট: স্বপ্নিল, ড্যানিয়েল স্যামস, আয়ুষ বাদোনি, দীপক হুডা, গুলেরিয়া
-
টস আপডেট
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদের।
-
ডু অর ডাই ম্যাচ
সানরাইজার্স হায়দরাবাদের আইপিএলে প্লে অফে ওঠার রাস্তা বেশ কঠিন। ১০ ম্যাচে ৮ পয়েন্ট মার্করামদের ঝুলিতে। টেবিলের ৯ নম্বরে রয়েছে হায়দরাবাদ। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে বাকি চার ম্যাচই ডু অর ডাই।
Published On - May 13,2023 2:30 PM





