Shreyas Iyer: টস জিতলে কী করবেন? কামিন্সকে প্রশ্ন, পাশ থেকে মজার মন্তব্য শ্রেয়স আইয়ারের

May 26, 2024 | 12:14 AM

IPL 2024 Final, KKR vs SRH: আইপিএল ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে দুই ক্যাপ্টেনকেই নানা প্রশ্ন করা হয়। তাঁরা উত্তরও দেন। তবে সাংবাদিকের এক প্রশ্নে কামিন্সের চেয়েও উত্তরের জন্য বেশি আগ্রহ দেখালেন কেকেআর ক্যাপ্টেন! সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়, টস জিতলে তিনি কী করবেন, ব্যাটিং না ফিল্ডিং? প্রশ্ন শুনেই পাশে বসে থাকা শ্রেয়স আইয়ার মজার মন্তব্য করেন।

Shreyas Iyer: টস জিতলে কী করবেন? কামিন্সকে প্রশ্ন, পাশ থেকে মজার মন্তব্য শ্রেয়স আইয়ারের
Image Credit source: PTI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের অপেক্ষা কমছে। আর মাত্র কয়েক ঘণ্টার যেন অপেক্ষা। রবিবারের সন্ধ্যা ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এ মরসুমে তৃতীয় সাক্ষাৎ। কেকেআর ও সানরাইজার্স এ বারের আইপিএল অভিযান শুরু করেছিল পরস্পরের বিরুদ্ধেই। শুধু তাই নয়, লিগ পর্বে প্রথম দুইয়ে থাকায় প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল। এ বার ফাইনালেও। ট্রফির ম্যাচের আগে একসঙ্গে সাংবাদিক সম্মেলনে ছিলেন দুই ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ও প্যাট কামিন্স।

আইপিএল ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে দুই ক্যাপ্টেনকেই নানা প্রশ্ন করা হয়। তাঁরা উত্তরও দেন। তবে সাংবাদিকের এক প্রশ্নে কামিন্সের চেয়েও উত্তরের জন্য বেশি আগ্রহ দেখালেন কেকেআর ক্যাপ্টেন! সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সকে প্রশ্ন করা হয়, টস জিতলে তিনি কী করবেন, ব্যাটিং না ফিল্ডিং? প্রশ্ন শুনেই পাশে বসে থাকা শ্রেয়স মজার ছলে মন্তব্য করেন, এই উত্তরটা সবচেয়ে বেশি জানা দরকার তাঁরই।

চেন্নাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর প্রত্যাশা ছিল, পরের দিকে শিশিরের প্রভাবে ব্যাটিংয়ে সুবিধা হবে। তার উপর অব্যবহৃত পিচে ম্যাচ হওয়ায় প্রথমে ব্যাট করা ঝুঁকিরও ছিল। সঞ্জুর পরকিল্পনামতোই যেন সব এগোচ্ছিল।

ব্যাটিংয়ে প্রবল চাপে পড়েছিল সানরাইজার্স। শেষ অবধি ১৭৬ রানের টার্গেট দেয় রাজস্থানকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশিরের দেখা মেলেনি। ফলে স্পিনাররা দাপট দেখিয়েছেন। দুই বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ ও অভিষেক শর্মা মিলিত ভাবে পাঁচ উইকেট নেন। অভিষেক পার্টটাইম বোলার। এই দু-জনের স্পেলে ৮ ওভারে মাত্র ৪৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট। রাজস্থানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সানরাইজার্স।

কোয়ালিফায়ারের এই পরিস্থিতিই যেন ফাইনালে টস নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। টস জিতলেই যেন চাপ। টস জিতে ব্যাটিং নিলে! এবং পরের দিকে শিশিরের প্রভাব থাকলে রান তাড়ায় সুবিধা হবে। সেক্ষেত্রে প্রথমে ব্যাটিং নেওয়া অধিনায়ক অস্বস্তিতে পড়বেন। আবার সঞ্জু স্যামসনের মতো রান তাড়ার সিদ্ধান্ত নিলে! পরে শিশিরের প্রভাব না থাকলে! সব দিকেই যেন সমস্যা।

Next Article