AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS vs DC Playing XI IPL 2025: বৃষ্টির পর ধরম-সঙ্কটে দিল্লি ক্যাপিটালস! পঞ্জাবের বাধা রাহুল

PBKS vs DC Preview: গত কয়েক ম্যাচেই ব্যাট হাতে পারফর্ম করতে পারছেন না লোকেশ রাহুল। দল তাঁর উপর অতি নির্ভরশীল হওয়ায় ভুগতে হচ্ছে। গত ম্যাচে বৃষ্টি না হলে দিল্লির হার কার্যত নিশ্চিত ছিল। দিল্লির ওপেনিং জুটি ভরসা দিতে ব্যর্থ। বদলও হয়েছে প্রচুর।

PBKS vs DC Playing XI IPL 2025: বৃষ্টির পর ধরম-সঙ্কটে দিল্লি ক্যাপিটালস! পঞ্জাবের বাধা রাহুল
Image Credit: PTI
| Updated on: May 08, 2025 | 1:37 AM
Share

ধরমশালায় আজ মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। অপারেশন সিঁদুরের পর দেশের নিরাপত্তার কারণে বেশ কয়েকটি বিমানবন্দরে পরিষেবা বন্ধ রয়েছে। তার মধ্যে রয়েছে ধরমশালাও। ম্যাচও হবে কড়া নিরাপত্তায়। আগের দিন অনুশীলনেই তার ঝলক মিলল। দু-দলের কাছে বৃষ্টিও অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। পঞ্জাবের একটি ম্যাচ ভেস্তে যাওয়ায় অস্বস্তি তৈরি হয়েছিল। দিল্লি ক্যাপিটালসের গত ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় টুর্নামেন্টে তুলনামূলক ভালোভাবে টিকে রয়েছে। কিন্তু এখান থেকে আর সুযোগ ফসকানোর জায়গা নেই। জিতলে টিকে থাকা। হারলে খাদের কিনারায় চলে যাবে দিল্লি ক্যাপিটালস। পরিস্থিতি কঠিন হয়েছে লোকেশ রাহুলের ফর্মের সঙ্গেই।

গত কয়েক ম্যাচেই ব্যাট হাতে পারফর্ম করতে পারছেন না লোকেশ রাহুল। দল তাঁর উপর অতি নির্ভরশীল হওয়ায় ভুগতে হচ্ছে। গত ম্যাচে বৃষ্টি না হলে দিল্লির হার কার্যত নিশ্চিত ছিল। দিল্লির ওপেনিং জুটি ভরসা দিতে ব্যর্থ। বদলও হয়েছে প্রচুর। বারবার কম্বিনেশন ভাঙায় চাপ বেড়েছে। অন্যদিকে, পঞ্জাব কিংস দুর্দান্ত ছন্দে। গত ম্যাচে এই মাঠেই লখনউ সুপার জায়ান্টসকে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। প্রভসিমরনের ক্য়াচ ফসকেছিল। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। অন্যদিকে, বোলিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন অর্শদীপ সিং। এই ম্যাচেও তাঁর দিকে বাড়তি নজর থাকবে।

পঞ্জাব এই ম্যাচ জিতলে সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত হবে না, তবে এখান থেকে ভালো জায়গায়ই যাবে, এটুকু বলা যায়। তবে প্রতিপক্ষ টিমে মিচেল স্টার্কের মতো পেসারও রয়েছেন। তা ভোলা যাবে না। ধরমশালার পিচে গত ম্যাচে পেসাররা সুবিধা পেয়েছেন। স্টার্কও যদি পাওয়ার প্লে-তে একটা দুর্দান্ত স্পেল করতে পারেন, পঞ্জাবকে চাপে ফেলা সম্ভব। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, অর্শদীপ সিং, আজমতুল্লা ওমরজাই, যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার বিশাখ

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দ্বাদশ: ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা, কুলদীপ যাদব, নটরাজন, মোহিত শর্মা/মুকেশ কুমার