AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Dravid Joins RR: বিশ্বজয়ী রাহুল দ্রাবিড়ের রয়্যাল প্রত্যাবর্তন হল রাজস্থান টিমে

IPL 2025, Rajasthan Royals: এরপর থেকেই আলোচনা চলছিল, রাহুল দ্রাবিড়কে আইপিএলে কোচ কিংবা মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে। তাঁর কাছে একাধিক ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব ছিল বলেই খবর। তবে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি ছিল। সেটাই হল।

Rahul Dravid Joins RR: বিশ্বজয়ী রাহুল দ্রাবিড়ের রয়্যাল প্রত্যাবর্তন হল রাজস্থান টিমে
Image Credit: X
| Updated on: Sep 06, 2024 | 6:59 PM
Share

সম্ভাবনা ছিলই। সরকারি ভাবে ঘোষণা হল এ দিনই। রাজস্থান রয়্যালসে দীর্ঘমেয়াদী চুক্তিতে যোগ দিলেন রাহুল দ্রাবিড়। গত জুনে ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়েছে। ভারতের কোচ হিসেবে শেষ অ্যাসাইনমেন্টে বিশ্বকাপ জিতেছেন রাহুল দ্রাবিড়। এরপর থেকেই আলোচনা চলছিল, রাহুল দ্রাবিড়কে আইপিএলে কোচ কিংবা মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে। তাঁর কাছে একাধিক ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব ছিল বলেই খবর। তবে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি ছিল। সেটাই হল।

রাজস্থান রয়্যালসে খেলেছেন, অতীতে কোচিংও করিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই ফ্র্যাঞ্চাইজিতেই রয়্যাল প্রত্যাবর্তন হল রাহুল দ্রাবিড়ের। রাজস্থান ফ্র্যাঞ্চাইজির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ও কোচ হিসেবে পাঁচ মরসুম কাটিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এ বার দ্রুতই দায়িত্ব নিচ্ছেন রাহুল। রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকরার সঙ্গে মিলিত ভাবে ফ্র্যাঞ্চাইজির সার্বিত উন্নতি কাজ করবেন রাহুল দ্রাবিড়।’

প্লেয়ার হিসেবে দীর্ঘ সময় খেলেছেন। ২০১৪ সালে রাজস্থান রয়্যালসকে কোচিং করিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর তিনি ভারতের যুব দলের দায়িত্ব নেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানও ছিলেন। ২০১৯ সালে ভারতের সিনিয়র দলের কোচ হন রাহুল দ্রাবিড়। রাজস্থানে প্রত্যাবর্তন নিয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘বিশ্বকাপের পর আমার কাছে এটাই আদর্শ একটা সময় মনে হয়েছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার। রাজস্থান রয়্যালস আমার কাছে সেই চ্যালেঞ্জ।’

রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকরাও উচ্ছ্বসিত এই ঘোষণায়। রাহুল দ্রাবিড়ের মতো ব্যক্তিত্বের সঙ্গে কাজের সুযোগে উচ্ছ্বসিত সাঙ্গাকারা। বলেন, ‘রাহুল দ্রাবিড় বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কোচ হিসেবে গত এক দশকে ওর সাফল্য ব্যতিক্রমী। বিভিন্ন প্রতিভাকে তুলে ধরা তার অন্যতম উদাহরণ। রাজস্থান রয়্যালসেও এমনটাই হবে বলে মনে করছি।’