Mohammed Siraj: বাড়ি ফিরেই মিয়াঁ ম্যাজিক! আইপিএলে সেঞ্চুরি পার সিরাজের

Apr 06, 2025 | 9:34 PM

IPL 2025, SRH vs GT: আইপিএলে হয়ে উঠেছিলেন বেঙ্গালুরুর। এ বার তাঁকে রিটেন করেনি আরসিবি। যা অবাক করেছিল সমর্থকদেরও। তাঁর পারফরম্যান্স যেন বেঙ্গালুরু সমর্থকদের আপশোস বাড়িয়ে দেবে।

Mohammed Siraj: বাড়ি ফিরেই মিয়াঁ ম্যাজিক! আইপিএলে সেঞ্চুরি পার সিরাজের
Image Credit source: BCCI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একটা অনবদ্য বোলিং পারফরম্যান্স মহম্মদ সিরাজের। গুজরাট টাইটান্স তাঁকে নিয়ে যে কোনও ভুল সিদ্ধান্ত নেয়নি, সেটাই যেন বারবার প্রমাণের চেষ্টা করছেন। আইপিএলে তাঁকে বলা হত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের ছেলে। সিরাজের বাড়ি হায়দরাবাদে। আইপিএলে হয়ে উঠেছিলেন বেঙ্গালুরুর। এ বার তাঁকে রিটেন করেনি আরসিবি। যা অবাক করেছিল সমর্থকদেরও। তাঁর পারফরম্যান্স যেন বেঙ্গালুরু সমর্থকদের আপশোস বাড়িয়ে দেবে।

সানরাইজার্স হায়দরাবাদের হোম ম্যাচ। যদিও গুজরাট টাইটান্স পেসার মহম্মদ সিরাজের কাছে নিজের শহরে খেলা। আর বাড়ি ফিরেই মিয়াঁ ম্যাজিক। আইপিএল কেরিয়ারে উইকেটের সেঞ্চুরি করতে প্রয়োজন ছিল ২ উইকেট। সানরাইজার্সের বিরুদ্ধে সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিলেন চার উইকেট। সেঞ্চুরি পার। দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়লেন মহম্মদ সিরাজ। তাঁর প্রথম টার্গেট যে ট্রাভিস হেডই ছিলেন বলার অপেক্ষা রাখে না। সেটি কিন্তু নিজের নামেই করেছেন।

জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে ক্রমশ পিছিয়ে পড়েছেন। টেস্টেও তাঁর জায়গা সুরক্ষিত নয়। পরিস্থিতি বদলে দিতে আইপিএলই তাঁর হাতিয়ার। যদিও নতুন দল টাইটান্সের হয়ে শুরুটা ভালো করতে পারেননি। দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ান। আরসিবির বিরুদ্ধে গত ম্যাচে সিরাজের স্পেলই ম্যাচের রং বদলে দিয়েছিল। ম্যাচ জিতেই মাঠ ছেড়েছিল টাইটান্স। হায়দরাবাদের বিরুদ্ধেও দুর্দান্ত। দায়িত্ব এ বার ব্যাটারদের উপর।