কলকাতা: কিং খানের টিম ইডেন গার্ডেন্সে আইপিএলে (IPL) নিজেদের গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়েছে। এ বার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামবেন অজিঙ্ক রাহানেরা। এ মরসুমে কেকেআরের এটি প্রথম বিকেলের ম্যাচ। আইপিএলের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৬ এপ্রিল। ওই দিন রামনবমীর কারণে, কেকেআর-লখনউ (KKR vs LSG) ম্যাচ হয়নি। যা হতে চলেছে মঙ্গলবার। মাঝে শোনা গিয়েছিল, এই ম্যাচের ভেনু বদলে যেতে পারে। তবে তেমনটা হচ্ছে না। নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। ফলে পন্থরা আত্মবিশ্বাস জড়ো করেই ক্রিকেটের নন্দনকাননে নামবেন। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে KKR vs LSG ম্যাচ।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কবে হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি (৮ এপ্রিল) আগামিকাল, মঙ্গলবার হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে টস হবে বিকেল ৩টে-তে।
কোথায় দেখা যাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।