IPL 2025, KKR: পুরানকে প্রণাম করলেন নাইট মেন্টর ব্র্যাভো! ভাইরাল ভিডিয়ো

Apr 07, 2025 | 3:32 PM

KKR vs LSG, Dwayne Bravo: পুরানের মাঠে ফেরা নিয়ে ছিল অনিশ্চিয়তা। কিন্তু পুরান হাল ছাড়েননি। মাঠে শুধু ফেরা নয়, আবার মারকাটারি ছন্দে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। চলতি আইপিএলে ৪ ম্যাচে ২০১ রান করে অরেঞ্জ ক্যাপ রেখেছেন নিজের দখলে।

IPL 2025, KKR: পুরানকে প্রণাম করলেন নাইট মেন্টর ব্র্যাভো! ভাইরাল ভিডিয়ো
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ক্যারিবিয়ান ক্রিকেটার মানে মারকাটারি ব্যাটিং। চার-ছয়ের বন্যা। সঙ্গে তাঁদের চোখধাঁধানো সেলিব্রেশন। ক্রিস গেইল থেকে শুরু করে পোলার্ড, ডোয়েন ব্র্যাভো প্রত্যেকেই ছিলেন এমন উচ্ছ্বল, প্রাণবন্ত। যেন মেজাজটাই আসল রাজা। খোশমেজাজেই থাকতে পছন্দ করেন ক্যারিবিয়ান প্লেয়াররা। সে রকমই এক দৃশ্য দেখা গেল কেকেআরের এক্স হ্যান্ডেলে। মঙ্গলবার অর্থাৎ কাল কলকাতায় নাইটদের ম্যাচ রয়েছে লখনউয়ের সঙ্গে। সেই ম্যাচের প্র্যাক্টিস সেশনের একটি ভিডিয়ো ভাইরাল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নাইটদের মেন্টর ব্র্যাভো পা ছুঁতে যাচ্ছেন লখনউ ব্যাটার নিকোলাস পুরানের। সেটা অবশ্য মজা করেই। পুরানও হকচকিয়ে গিয়ে পা সরিয়ে নেন। তারপরেই হেসে পুরানকে জড়িয়ে ধরেন ব্র্যাভো। স্পষ্টতই খোশমেজাজে রয়েছেন দুই দলের প্লেয়াররা।

এই নিকোলাস পুরানই আগের বছর প্র্য়াক্টিস শেষে বাড়ি ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় পড়েন। ‘আবার কবে খেলতে পারব’, প্রশ্নের উত্তরে পুরানের ডাক্তার চমকে গিয়েছিলেন। পুরানের মাঠে ফেরা নিয়ে ছিল অনিশ্চিয়তা। কিন্তু পুরান হাল ছাড়েননি। মাঠে শুধু ফেরা নয়, আবার মারকাটারি ছন্দে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। চলতি আইপিএলে ৪ ম্যাচে ২০১ রান করে অরেঞ্জ ক্যাপ রেখেছেন নিজের দখলে।

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলারদের তালিকায় রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ২০২২ সালে শেষ চেন্নাইয়ের হয়ে খেলে ক্রিকেট কেরিয়ার শেষ করেছেন তিনি। আইপিএলে একটা সময় পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ব্র্যাভো। ১৮৩ উইকেট নিয়ে এখনও সেই তালিকায় তিন নম্বরে রয়েছেন। ৩২ উইকেট নিয়ে আইপিএলের এক মরসুমে সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন তিনি। ২০২১ সালে ৩২ উইকেট নেন হর্ষল প্যাটেলও। পরিসংখ্যানই বলে দেয় যে আইপিএলের অন্যতম কিংবদন্তি ব্র্যাভো। সেই তিনিই যখন দেশের সতীর্থকেই জড়িয়ে ধরেন, মজা করেন, তা দেখে বোঝা যায় যে মাঠে খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ মনোভাব রয়েছে। যা ম্যাচের মেজাজকে বর্ণনা করে। এবার এটাই দেখার যে ম্যাচে কেমন লড়াই দেখা যায়।