কলকাতা: কে বলে ক্রিকেটে অবিশ্বাস্য কিছু হয় না? ২০২২ সালে যাঁর খেলায় মন ভরেনি টিমের, তাঁকেই আবার ফেরানো হয়েছে। এবং কী আশ্চর্য, চেন্নাই ঘুরে আসা সেই ছেলেই নাকি টিমের ক্যাপ্টেন! দামের তুল্যমূল্য বিচারে ধারেকাছে আসবেন না তিনি। শুধু একজন ক্রিকেটারের জন্যই খরচ করা হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। তাতে কী, ক্রিকেটে দামের গুরুত্ব নেই। রয়েছে অভিজ্ঞতা আর স্কিলের। এই দুইয়ের মিশেলে কেকেআর হয়তো তাদের নতুন ক্যাপ্টেন বেছেই ফেলল! তিনি কে? না ভেঙ্কটেশ আইয়ার নন। মাত্র দেড় কোটি টাকা যাঁর দাম, সেই অজিঙ্ক রাহানেকে নতুন ক্যাপ্টেন বাছতে চলেছে। দৌড়ে তিনিই এগিয়ে। মুম্বইয়ের ছেলে শ্রেয়স আইয়ারের বদলে আর এক মুম্বইকরেই ভরসা রাখতে চলেছে নাইটরা।
প্রচারমাধ্যমের যা খবর, তাতে কেকেআরের ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে রাহানেই ৯০ শতাংশ কনফার্ম। ভেঙ্কিকে বিপুল দামে নিলাম থেকে নেওয়ার পর অনেকেই বলতে শুরু করেছিল, কেকেআরের নতুন ক্যাপ্টেন হতে চলেছেন তিনিই। কিন্তু পুরো ঘটনা পাল্টে গিয়েছে রাহানেকে নেওয়ার পর। টিম ম্যানেজমেন্ট নাকি ক্যাপ্টেন হিসেবেই নিয়েছে রাহানেকে। টিমের এক কর্তা বলেওছেন টাইমস অফ ইন্ডিয়াকে, ‘এই মুহূর্তে কেকেআরের নতুন ক্যাপ্টেন হিসেবে রাহানে ৯০ শতাংশ নিশ্চিত। কেকেআর ওকে নিয়েইছে ক্যাপ্টেন করার জন্য।’
ভারতীয় টিমে ফিরে আসার লক্ষ্য নিয়েই এক সময় নতুন ইনিংস শুরু করেছিলেন। কিন্তু তা আর কাজে লাগেনি। রাহানে ধীরে ধীরে অতীত হয়ে গিয়েছে ভারতীয় টিম থেকে। মুম্বইয়ের রঞ্জি টিমের ক্যাপ্টেন অবশ্য তিনিই। কিন্তু নতুন প্রজন্মের কথা ভেবে সাদা বলের ক্রিকেটে মুম্বই ক্রিকেট সংস্থা ক্যাপ্টেন করেছে শ্রেয়স আইয়ারকে। অবশ্য রাহানে গত দুটো মরসুমে চেন্নাইয়ের হয়ে চমৎকার পারফর্ম করেছেন। সেই ফর্ম যদি কেকেআরের হয়ে তুলে ধরতে পারেন, তা হলে টিমের লাভই হবে।
শুধু তাই নয়, অভিজ্ঞতার দিক থেকে রাহানে অনেক এগিয়ে। ভারতীয় টিমের অন্তর্বর্তীকালীন ক্যাপ্টেনও হয়েছেন। সাফল্যও পেয়েছিলেন অস্ট্রেলিয়ায়। বিরাট কোহলির অনুপস্থিতিতে টেস্ট সিরিজ জিতিয়েছিলেন ভারতকে। সেই রাহানেই কি আবার চ্যাম্পিয়ন করতে পারবেন কেকেআরকে?