নয়াদিল্লি: জানুয়ারি নয়, আইপিএল ১৫-র (IPL 15) নিলাম আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। ৭ ও ৮ তারিখ বেঙ্গালুরুতে আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই (BCCI)। আগামী আইপিএল (IPL) থেকে অনেক কিছু পাল্টাতে চলেছে। ১০ টিমের লিগ হবে। ম্যাচ সংখ্যা বাড়বে। শুধু তাই নয়, ঠিকানা বদলে যাবে অনেক তারকারই। আর তাই এই নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় ক্রিকেটে।
প্রাথমিক ভাবে বোর্ডের ভাবনা ছিল আমিরশাহিতে নিলাম আয়োজন করা। কিন্তু এক শীর্ষ কর্তা বলছেন, ‘কোভিড পরিস্থিতি যদি জটিলতা না বাড়ায়, তা হলে ভারতেই আইপিএলের মেগা নিলাম হতে চলেছে। বেঙ্গালুরুতে এটা আয়োজন করা হবে। তারই প্রস্তুতি চলছে।’
১০ টিমের আইপিএল হলেও আমেদাবাদ টিম নিয়ে জটিলতা এখনও কাটেনি। সিভিসি ক্যাপিটালের বিরুদ্ধে বিভিন্ন জুয়া সংস্থায় অর্থ লগ্নির অভিযোগ রয়েছে। বিসিসিআই এই সমস্যা সমাধানের জন্য একটা কমিটি তৈরি করলেও এখনও রিপোর্ট জমা পড়েনি। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই সেই রিপোর্ট জমা পড়তে পারে। তারপরই সিদ্ধান্ত নেওয়া এ বিষয়ে। আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতার জন্যই নিলাম থমকে রয়েছে। তার আগে অবশ্য দুটো নতুন টিমকে ড্রাফ্ট থেকে তিনজন প্লেয়ার তুলে নেওয়ার সুযোগ দিতে হবে।
আইপিএলের আটটা টিম তাদের রিটেইন করা প্লেয়ারদের রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। যাঁদের অনেকেই এখন ভারতীয় ক্রিকেটের তারকা। দিল্লির মালিক পার্থ জিন্দাল বলছেন, ‘শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, কাগিসো রাবাডা, অশ্বিনের মতো প্লেয়ারদের ছেড়ে দিতে হয়েছে। তাদের নিয়েই এখন নিলাম হবে। আইপিএল আয়োজকদের এটা নিয়ে ভাবতে হবে। নিলামের মাধ্যমে প্লেয়ার কিনে একটা টিম তৈরি করা হয়। সেই টিমটাকে দাঁড় করানোর জন্য তাদের তৈরি করা হয়। এক সময় তারাই দেশের হয়ে খেলে। তিন বছর পর তাদের আবার ছেড়ে দিতে বাধ্য় হয় ফ্র্যাঞ্চাইজিগুলো।’
আরও পড়ুন: IPL 2022: লখনওয়ের সহকারী কোচের পদে এ বার বিজয় দাহিয়া