IPL 2022 Orange Cap: সুপার সানডে-র ডাবল ধামাকার আগে দেখে নিন অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কারা
আইপিএল-২০২২ এর ৫৩টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...
কলকাতা: আজ, রবিবার চলতি আইপিএলে (IPL 2022) রয়েছে ডাবল ধামাকা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবারের বিকেলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর রবিরাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখে নামবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। শনিবার বিকেলে মায়াঙ্কের পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে সঞ্জুর পিঙ্ক আর্মি। তারপর শনিরাতে এমসিএতে শ্রেয়সের কেকেআরকে ৭৫ রানে হারিয়েছে রাহুলের লখনউ। এবং কেকেআরের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’ককও। কিন্তু আইপিএলের ৫৩টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক রইলেন পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫৩টি ম্যাচ হয়েছে।
আইপিএল-২০২২ এর ৫৩টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…
১) এ বারের আইপিএলের ৫৩টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ১১টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৬১৮ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।
২) নাইটদের বিরুদ্ধে শনিরাতের ম্যাচে শূন্যে রান আউট হলেও কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ১১টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৪৫১ রান। সর্বোচ্চ ১০৩* রান।
৩) অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এ বারের আইপিএলে এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৩৮১ রান করেছেন ধাওয়ান। সর্বোচ্চ ৮৮* রান।
৪) কমলা টুপির দৌড়ে চার নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার (David Warner)। এখনও অবধি এ বারের আইপিএলের ৮টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৩৫৬ রান। সর্বোচ্চ ৯২*।
৫) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৫ নম্বরে উঠে এসেছেন লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক (Quinton De Kock)। এখনও অবধি আইপিএলের ১১টি ম্যাচে খেলে ৩৪৪ রান করেছেন এই প্রোটিয়া তারকা ক্রিকেটার। ডি’ককের সর্বোচ্চ রান ৮০।