কলকাতা: রবিবারসীয় ডাবল হেডারের ম্যাচ ছিল গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (GT vs KKR) এবং সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের (SRH vs PBKS) মধ্যে। দুটি ম্যাচই সুপারহিট। ব্যাটে রানের বর্ষণ হয়েছে। শিরোনামে রিঙ্কু সিং, শিখর ধাওয়ানরা। কেকেআর জিতেছে ৩ উইকেটে। শিখর ধাওয়ানদের ৮ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবলের ওঠানামা তো রয়েছেই (IPL 2023)। রবিবাসরীয় ডাবল হেডারের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে কি কোনও পরিবর্তন এল? সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। তার আগে দেখে নিন কমলা টুপির তালিকার কী পরিস্থিতি। কে রয়েছেন শীর্ষস্থানে, দৌড়ে কোন ব্যাটারের নতুন প্রবেশ হল। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রান করে পঞ্জাব কিংস। এর মধ্যে ৯৯ রান শিখর ধাওয়ানের। শুরু থেকে শেষ অবধি ব্য়াট করেন। শেষ ওভারে স্ট্রাইক নিজের কাছে রাখেন। শেষ বলে ৬ মেরে দলের রান বাড়ান, ৯৯ রানেই অপরাজিত থাকেন ধাওয়ান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট পরিবর্তন এল ধাওয়ানের ইনিংসের পর। এতদিন শীর্ষে ছিলেন সিএসকে-র ঋতুরাজ গায়কোয়াড। এক ধাক্কায় ঋতুকে দ্বিতীয় স্থানে ঠেলে কমলা টুপির দৌড়ে প্রথম স্থানে এখন গব্বর। ৩ ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেটে ধাওয়ানের রান সংখ্যা ২২৫।
চেন্নাই সুপার কিংসের ওপেনার ১৬তম আইপিএলে এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছেন। রান সংখ্যা ১৮৯। সর্বাধিক ৯২ রান। ধাওয়ানের প্রবেশে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩ নম্বরে নেমে এসেছেন। তিনি এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ১৫৮ রান করেছেন। গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার রয়েছেন চার নম্বরে। ৩ ম্যাচে তিনি করেছেন ১৫২ রান। অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। ৩টি ম্যাচ খেলে ১৩৯ রান করেছেন তিনি। ছয় নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। ৩ ম্যাচে ১৩৭ রান তাঁর।