কলকাতা : কপলা টুপির লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। রবিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে জয়পুরে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে মূলত নজর ছিল আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি এবং রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের দিকে। ফাফ ডুপ্লেসি আরও একটা ভালো ইনিংস খেললেন। যশস্বীর কাছে সুযোগ ছিল ডুপ্লেসির সঙ্গে দূরত্ব কমানোর। এমনকি তাঁকে ছাপিয়েও যেতে পারতেন। কিন্তু কোনওটাই হল না। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবল, অরেঞ্জ এবং পার্পল ক্যাপের তালিকায় বদল হয়ে থাকে। রবিবার দুটি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের তালিকায় সামান্যই বদল হল। তবে অরেঞ্জ ক্যাপ ডুপ্লেসির দখলেই থাকল। আজ নামছে গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বাড়তি নজর থাকবে শুভমন গিলের দিকে। অরেঞ্জ ক্যাপের তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-র এই প্রতিবেদনে।
রবিবার দিনের প্রথম ম্যাচে নেমেছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এটি ছিল আরসিবির ১২তম ম্যাচ। ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েল-টপ থ্রি অনবদ্য ফর্মে। এই ম্যাচে রান পেলেন না বিরাট। ডুপ্লেসি নজর কাড়লেন। এ বারের আইপিলে সপ্তম হাফসেঞ্চুরিতে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষ স্থান আরও মজবুত করলেন ফাফ ডুপ্লেসি। ১২ ম্যাচে ডুপ্লেসির সংগ্রহ ৬৭১ রান।
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অনবদ্য ইনিংসের সৌজন্যে ডুপ্লেসির সঙ্গে মাত্র ১ পয়েন্টের গ্যাপে পৌঁছেছিলেন যশস্বী। রবিবার ফাফ ডুপ্লেসি ৫৫ রান করেন। যদিও যশস্বী জয়সওয়াল রানের খাতাই খুলতে পারেননি। ফলে দ্বিতীয় স্থানেই রইলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার। ১৩ ম্যাচে তাঁর মোট রান ৫৭৫।
অরেঞ্জ ক্যাপের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। চতু্র্থ স্থানে গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার শুভমন গিল। ১২ ম্যাচে তাঁর মোট রান ৪৭৫। আজ নামবেন সানরাইজার্সের বিরুদ্ধে। রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩০ রান করেন ডেভন কনওয়ে। আপাতত তৃতীয় স্থানে উঠে এলেন কনওয়ে। তবে আজ শুভমন গিলের কাছে স্থান হারাতে হতে পারে।
চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বিধ্বংসী ব্যাটার সূর্যকুমার যাদব। আজ শুভমন গিলের কাছে সুযোগ রয়েছে তাঁকেও ছাপিয়ে যাওয়ার।
রাজস্থানের বিরুদ্ধে বড় ইনিংস না পাওয়ায় প্রথম পাঁচে নেই বিরাট কোহলি। শুভমন গিল বড় রান না পেলে আজ প্রথম পাঁচে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।