কলকাতা: এ বারের আইপিএলে (IPL 2023) সুপার সানডেতে অবিস্মরণীয় একটা ম্যাচ দেখা গিয়েছিল। এরপর প্রতিটি ম্যাচই শেষ বলের থ্রিলার। যেন থ্রিলার সিরিজ চলছে! বুধবার রাতেও তার ব্যতিক্রম হল না। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। শেষ ৬ বলে ২১ রানের প্রয়োজন ছিল। ক্রিজে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাডেজা। ভিন্টেজ ধোনি একের পর এক ছক্কা হাঁকিয়ে চাপ কমিয়ে দিয়েছিলেন। সেখান থেকে শেষ বলে ৫ রান এসে দাঁড়ায়। ম্যাচ জিততে হলে ছক্কা হাঁকাতেই হত। কিন্তু পারেননি ধোনি। ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে হার। এই ফলাফলে পয়েন্ট টেবলে যেমন বদল হয়েছে তেমনই পার্পল ক্য়াপের তালিকা ওলটপালট হয়ে গিয়েছে। এতদিন পার্পল ক্যাপ দখলে রেখেছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার মার্ক উড। বুধ রাতে হাতছাড়া হল তাঁর পার্পল ক্যাপ। উডের মুকুট ছিনিয়ে নিলেন কে? TV9Bangla-র এই প্রতিবেদনে দেখে নিন।
তৃতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে স্পেলের শেষ ওভারে হ্য়াটট্রিক করা রশিদ খান। তাঁর উইকেট সংখ্য়া ৮। তালিকার প্রথম পাঁচে ঢুকে পড়েছেন সিএসকে-র তুষার দেশপাণ্ডে। তাঁর উইকেট সংখ্যা ৭। প্রথম পাঁচে উঠে এসেছেন আরও এক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর উইকেট সংখ্যা ৬। চেন্নাইয়ের বিরুদ্ধে বুধবার রাতে দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা তিনিই। এরপর প্রথম দশের মধ্যে বাকি পাঁচজনের ঝুলিতেই ৬টি করে উইকেট। রবীন্দ্র জাডেজা, রবি বিষ্ণোই, সুনীল নারিন, আলজারি জোসেফ এবং মহম্মদ সামি। প্রথম দশের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন সুনীল নারিন।