কলকাতা: হার দিয়ে আইপিএল (IPL) সফর শুরু করেছিল ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছেন বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলরা। বেঙ্গালুরুতে হাউসফুল গ্যালারির সামনে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে দেখা গিয়েছে ক্লাসিক ইনিংস। সেই সুবাদে আরসিবি ২ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। একই সঙ্গে পয়েন্ট টেবলেও উন্নতি হয়েছে বেঙ্গালুরুর। এ বারের আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচ হয়েছে। এই ম্যাচগুলির পর কোন টিম কোন জায়গায় রয়েছে, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ঝলকে দেখে নিন এখনও পর্যন্ত হওয়া ১৭তম আইপিএলের গ্রুপ পর্বের ৬টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল…
১. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +১.০০০। পয়েন্ট ২।
২. ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস আইপিএলের পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে। সিএসকের নেট রান রেট +০.৭৭৯। পয়েন্ট ২।
৩. পয়েন্ট টেবলের তিনে উঠে এসেছে শুভমন গিলের গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহাদের নেট রান রেট +০.৩০০। পয়েন্ট ২।
৪. পয়েন্ট টেবলের ৪ নম্বরে উঠেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.২০০। পয়েন্ট ২।
৫. চলতি আইপিএলে দুটি ম্যাচের পর তিন থেকে ৫ নম্বরে নেমেছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। পঞ্জাবের নেট রান রেট +০.০২৫। পয়েন্ট ২।
৬. ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবলের ছয় নম্বরে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের ২ ম্যাচের পর আরসিবির নেট রান রেট -০.১৮০। পয়েন্ট ২।
৭. আইপিএলের পয়েন্ট টেবলের সাতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির নেট রান রেট -০.২০০। পয়েন্ট শূন্য।
৮. হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের পয়েন্ট টেবলের আটে। মুম্বইয়ের নেট রান রেট -০.৩০০। পয়েন্ট শূন্য।
৯. ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস আইপিএলের পয়েন্ট টেবলের ৯ নম্বরে। দিল্লির নেট রান রেট -০.৪৫৫। পয়েন্ট শূন্য।
১০. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের সবচেয়ে শেষে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। নেট রান রেট -১.০০০। পয়েন্ট শূন্য।