Hardik Pandya: হার্দিকের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন… বুমরা কেন ডেপুটি নন, ইরফান জবাব চাইলেন!

একাধিক যোগ্য নাম থাকা সত্ত্বেও কেন বোর্ড হার্দিক পান্ডিয়াকেই (Hardik Pandya) ডেপুটি বেছে নিল রোহিতের, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন কেউ কেউ। তাঁদের স্পষ্ট কথা, যিনি চোটের কবলে পড়ে মাঠের বাইরে থাকেন অধিকাংশ সময়, তাঁকে ভারতীয় টিমের সাদা বল ফর্ম্যাটের নেতা ভাবা যায় না। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও তাঁকে কেন ভাবা হল না ডেপুটি হিসেবে?

Hardik Pandya: হার্দিকের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন... বুমরা কেন ডেপুটি নন, ইরফান জবাব চাইলেন!
Hardik Pandya: হার্দিকের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন... বুমরা কেন ডেপুটি নন, ইরফান জবাব চাইলেন!
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2024 | 1:12 PM

কলকাতা: রোহিত শর্মার পরবর্তী যুগে কে সামলাবেন ভারতীয় টিমের দায়িত্ব? নতুন প্রজন্মের একঝাঁক নাম উঠে আসছে। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্ত অবাক করে দিচ্ছে। একাধিক যোগ্য নাম থাকা সত্ত্বেও কেন বোর্ড হার্দিক পান্ডিয়াকেই (Hardik Pandya) ডেপুটি বেছে নিল রোহিতের, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন কেউ কেউ। তাঁদের স্পষ্ট কথা, যিনি চোটের কবলে পড়ে মাঠের বাইরে থাকেন অধিকাংশ সময়, তাঁকে ভারতীয় টিমের সাদা বল ফর্ম্যাটের নেতা ভাবা যায় না। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও তাঁকে কেন ভাবা হল না ডেপুটি হিসেবে? বুমরার প্রতি অবিচার আরও একবার করা হল?

সবচেয়ে বড় কথা হল, হার্দিকের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন কেউ কেউ। তিনি ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডার স্পষ্ট বলে দিচ্ছেন, ‘এর আগে হার্দিক ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন হয়েছে। কিন্তু রোহিতকে পরে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের পর ভারতের নতুন পরিকল্পনা নিশ্চিত ভাবেই থাকবে। হার্দিক, সূর্যকে নতুন ক্যাপ্টেন হিসেবে ভাবা যেতেই পারে। কিন্তু হার্দিকের পারফরম্যান্স, ধারাবাহিকতা, দায়বদ্ধতা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলাটা কিন্তু দেশের হয়ে খেলার মতোই গুরুত্বপূর্ণ। চোট-আঘাত থাকবেই। কিন্তু সেখান থেকে বেরিয়ে ধারাবাহিক ভাবে ভালো খেলার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা রাখতে হয়। কিন্তু একটা প্লেয়ার, চোট থেকে ফিরে সে সব না করেই জাতীয় টিমে ঢুকে পড়ল। এটা ঘটনা ঠিক নয়। এমন ঘটনা কিন্তু টিমের বাকিদের কাছে একটা খারাপ বার্তা পৌঁছে দেয়। কাউকে বিশেষ সুবিধা দিলে টিমের পরিবেশ নষ্ট হয়।’

ক্যাপ্টেন হিসেবে হার্দিক কতটা ভালো, তা নিয়ে প্রশ্ন থাকছেই। রোহিতকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের নেতা করা হয়েছে তাঁকে। কিন্তু টিমের পারফরম্যান্স তলানিতে। টিমকে তাতানো, লড়াইয়ে ফেরানোর ক্ষেত্রে হার্দিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন প্রাক্তনরা। ইরফান তো বলেই দিচ্ছেন, ‘বুঝতে পারছি কোন অ্যাঙ্গল থেকে ক্যাপ্টেন করা হয়েছে হার্দিককে। কিন্তু বুমরা ভালো বিকল্প হতে পারত।’