Duleep Trophy 2024: ঘরোয়া ক্রিকেটে কামব্যক ঈশানের, দলীপে ক্যাপ্টেন শুভমন-ঋতুরা; কেমন হল চার টিম?

Sep 04, 2024 | 8:46 PM

বোর্ডের পক্ষ থেকে আসন্ন দলীপ ট্রফির (Duleep Trophy) ৪টিমের স্কোয়াড ঘোষণা হয়েছে। টিম-এ এর নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন দেশের তরুণ তুর্কি শুভমন গিল। বাকি ৩টিমে দলীপ ট্রফিতে নেতত্ব দেবেন কারা? আর ৪টিমে সুযোগ পেয়েছেন কোন কোন ক্রিকেটাররা? রইল বিস্তারিত।

Duleep Trophy 2024: ঘরোয়া ক্রিকেটে কামব্যক ঈশানের, দলীপে ক্যাপ্টেন শুভমন-ঋতুরা; কেমন হল চার টিম?
Duleep Trophy: ঘরোয়া ক্রিকেটে কামব্যক ঈশানের, দলীপে ক্যাপ্টেন শুভমন-ঋতুরা; কেমন হল চার টিম?
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট দলীপ ট্রফি (Duleep Trophy)। বোর্ডের পক্ষ থেকে এ বারের দলীপ ট্রফির প্রথম পর্বের জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে কামব্যাক হতে চলেছে ঈশান কিষাণের (Ishan Kishan)। দলীপে দেখা যাবে তাঁকে। অবশ্য তার আগে ঘরোয়া ক্রিকেটে বুচি বাবু টুর্নামেন্টের হাত ধরে ফিরছেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার। দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে রয়েছেন। এ বছরই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন ঈশান। রঞ্জিতে খেলায় অনীহার জন্য বোর্ড তাঁকে শাস্তি দিয়েছিল। এ বার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারলে, ফের ঈশান জাতীয় দলে ফিরতে পারেন। দলীপে টিম-ডি-তে রয়েছেন ঈশান কিষাণ। ওই টিমকে নেতত্ব দেবেন শ্রেয়স আইয়ার। কেমন হল দলীপ ট্রফির চার টিম? নেতৃত্ব দেবেন কারা? টিমে সুযোগই পেলেন কারা? জেনে নিন বিস্তারিত।

বোর্ড এক বিবৃতিতে দলীপ ট্রফির প্রথম পর্বের জন্য ৪ স্কোয়াড ঘোষণা করেছে। টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর। অনন্তপুর, অন্ধ্রপ্রদেশ ও এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হবে। এক ঝলকে দেখে নিন দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ৪ স্কোয়াডে সুযোগ পেলেন কারা—

টিম – এ = শুভমন গিল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, তিলক ভার্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্বথ কাভেরাপ্পা, কুমার কুশাগ্র,শ্বাস্বত রাওয়াত।

টিম – বি = অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), মুশির খান, নীতীশ কুমার রেড্ডি (ফিটনেস টেস্টে পাস করলে দলীপে অংশ নিতে পারবেন। আপাতত তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত অবস্থি, এন জগদীশান (উইকেটকিপার)।

টিম – সি = ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাতিদার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, বাবা ইন্দ্রজিৎ, হৃত্বিক শোকিন, মানব সুতার, উমরান মালিক, বিশাখ বিজয়কুমার, অংশুল কম্বোজ,হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কন্ডেয়, আর্য জুয়েল (উইকেটকিপার), সন্দীপ ওয়ারিয়র।

টিম – ডি = শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অথর্ব তাইডে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কাল, ঈশান কিষাণ (উইকেটকিপার), রিকি ভুঁই, সারাংশ জৈন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত (উইকেটকিপার), সৌরভ কুমার।

বোর্ডের এই স্কোয়াড ঘোষণার বিবৃতিতে জানানো হয়েছে, যে অ্যাথলিটরা ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য নির্বাচিত হবেন, তাঁদের পরিবর্ত ক্রিকেটার সেই মতো টিমে নেওয়া হবে।

Next Article