Rinku Singh: রিঙ্কু সিং সহ যাঁরা দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেতে পারেন…

Aug 15, 2024 | 8:55 AM

Duleep Trophy 2024: জাতীয় দলের পেসার মহম্মদ সামি চোট থেকে সেরে উঠছেন। প্রথম রাউন্ডে অবশ্য তাঁকে রাখা হয়নি। বছরের শেষে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। হয়তো সে কারণেই সামিকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় বোর্ড। তবে দলীপের তৃতীয় রাউন্ডে ম্যাচ প্র্যাক্টিস ও ফিটনেস পরীক্ষার সুযোগ দেওয়া হতে পারে সামিকেও।

Rinku Singh: রিঙ্কু সিং সহ যাঁরা দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেতে পারেন...
Image Credit source: X

Follow Us

দলীপ ট্রফি শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বর। এই টুর্নামেন্ট দিয়েই ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজও শুরু ভারতের। দলীপে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ১২-১৫ সেপ্টেম্বর। তৃতীয় রাউন্ড ১৯-২২ সেপ্টেম্বর। চারটি দল, রাউন্ড রবিন ভিত্তিতে খেলা। শীর্ষে থাকা দু-দল ফাইনাল খেলবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে দলীপের প্রথম রাউন্ডে খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের মতো একাধিক টেস্ট স্কোয়াডের মেম্বারদের। দ্বিতীয় রাউন্ডে চার দলেই একাধিক পরিবর্তন হতে পারে। সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং সহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড ১২-১৫ সেপ্টেম্বর। আর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ১৯ সেপ্টেম্বর থেকেই। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা করা যায় টেস্ট স্কোয়াডে যাঁরা সুযোগ পাবেন তাঁদের দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে দেখা যাবে না। আর এই জায়গাতেই দরজা খুলতে পারে অনেকের। প্রথম নামটাই অবশ্য রিঙ্কু সিং। কিছুদিন আগেই ভারতীয় দলের সদ্য প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দাবি করেছিলেন, টেস্ট খেলার জন্য প্রস্তুত রিঙ্কু সিং। তবে এখনই যে টেস্টে জায়গা পাচ্ছেন না দলীপের প্রথম রাউন্ডের টিমেই যেন তা পরিষ্কার। লাল-বলের ক্রিকেটে তাঁকে আরও সুযোগ দেওয়া হতে পারে। অতীতে টেস্ট স্কোয়াডে জায়গা না পেলেও ভারত এ দলের হয়ে লাল-বলে খেলেছেন রিঙ্কু সিং। এমনকি দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে তাঁকে পরিবর্ত ফিল্ডার হিসেবেও দেখা গিয়েছে।

রিঙ্কু সিংয়ের পাশাপাশি দলীপের দ্বিতীয় রাউন্ডে সুযোগ মিলতে পারে পৃথ্বী শ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহালের। অজিঙ্ক রাহানের কথা এখনই বলা যাচ্ছে না। এই চারজন ক্রিকেটার কাউন্টিতে খেলছেন। রাহানে ভালো পারফর্ম করলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের কথা ভেবে তরুণদেরই সুযোগ দিতে পারে। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন পৃথ্বী শ। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য ঘরোয়া ক্রিকেটে তাঁকে পারফর্ম করতে হবে। ফলে দলীপ ট্রফিতে সুযোগ দিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে পৃথ্বীর। ভেঙ্কটেশ আইয়ার কাউন্টিতে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও বোলিংয়ে ভরসা দিয়েছেন। হার্দিক পান্ডিয়া, শিবম দুবের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাঁকে ভাবা হতে পারে।

তালিকায় নাম জুড়ছে যুজবেন্দ্র চাহালেরও। অতীতেও কাউন্টিতে মাল্টি ডে ফরম্যাটে নজর কেড়েছেন। এ বার ওয়ান ডে কাপে আগের দিনই বিধ্বংসী বোলিং করেছেন ভারতের এই লেগ স্পিনার। কেন্টের বিরুদ্ধে ১০ ওভারে ৫টি মেডেন, ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এমন পারফর্ম করলে তাঁকে দলীপে সুযোগ দিয়ে লাল-বলের জন্যও প্রস্তুত করা হতে পারে। জাতীয় দলের পেসার মহম্মদ সামি চোট থেকে সেরে উঠছেন। প্রথম রাউন্ডে অবশ্য তাঁকে রাখা হয়নি। বছরের শেষে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। হয়তো সে কারণেই সামিকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় বোর্ড। তবে দলীপের তৃতীয় রাউন্ডে ম্যাচ প্র্যাক্টিস ও ফিটনেস পরীক্ষার সুযোগ দেওয়া হতে পারে সামিকেও।

Next Article