Mohammed Shami: মহম্মদ সামির প্রত্যাবর্তনের সিরিজ নিশ্চিত করলেন বোর্ড সচিব জয় শাহ

Aug 15, 2024 | 12:11 PM

BCCI Secretary Jay Shah on Mohammed Shami: বিশ্বকাপের পর থেকে আর সামিকে পাওয়া যায়নি। তাঁর অস্ত্রোপচারও করা হয়। ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও শুরু করে দিয়েছেন। কোন সিরিজে ফিরবেন মহম্মদ সামি? নিশ্চিত করলেন বোর্ড সচিব জয় শাহ।

Mohammed Shami: মহম্মদ সামির প্রত্যাবর্তনের সিরিজ নিশ্চিত করলেন বোর্ড সচিব জয় শাহ
Image Credit source: INSTAGRAM

Follow Us

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। শুরু থেকে সুযোগ পাননি মহম্মদ সামি। বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পান। পঞ্চম ম্যাচ থেকে একাদশে মহম্মদ সামি। বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেন। এর মধ্যে রয়েছে সেমিফাইনালে ৭ উইকেটও। কিন্তু টানা দশ ম্যাচ জিতে ভারত ফাইনালে উঠলেও ট্রফি আসেনি। এর উপর চিন্তা বাড়িয়েছিল সামির চোট। পরের দিকের ম্যাচগুলোয় চোট নিয়ে খেলেছিলেন। বিশ্বকাপের পর থেকে আর সামিকে পাওয়া যায়নি। তাঁর অস্ত্রোপচারও করা হয়। ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও শুরু করে দিয়েছেন। কোন সিরিজে ফিরবেন মহম্মদ সামি? নিশ্চিত করলেন বোর্ড সচিব জয় শাহ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন বোর্ড সচিব। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। এ বার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। গত দুই অস্ট্রেলিয়া সফরেই জিতে ফিরেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে জয় শাহ বলেন, ‘আমাদের দল প্রস্তুত। জসপ্রীত বুমরাকে ওই সিরিজের কথা ভেবেই এতদিন বিশ্রাম দেওয়া হয়েছে। মহম্মদ সামিও আশা করি ফিট হয়ে উঠবে। আমাদের এখন অভিজ্ঞ টিম রয়েছে। রোহিত-বিরাটের মতো সিনিয়র প্লেয়াররা ফিট।’

সেখানেই তাঁকে মায়াঙ্ক যাদব ও মহম্মদ সামির ফিটনেস আপডেট নিয়ে প্রশ্ন করা হয়। জয় শাহ বলেন, ‘সামিকে নিয়ে প্রশ্নটা একদমই ঠিক। তবে মায়াঙ্কের বিষয়ে আমার কিছু জানা নেই। ও আদৌ টিমে আসবে কিনা, নিশ্চিত নয়। প্রতিভাবান পেসার। ওকে নিয়ে ভাবনা চিন্তার পর্যায়েই রয়েছে। সামিকে নিয়ে বলতে পারি, ও অস্ট্রেলিয়া সিরিজে থাকবে। সামি অভিজ্ঞ বোলার। অস্ট্রেলিয়ায় ওকে প্রয়োজন।’

বোর্ড সচিবের জবাব থেকে একটা বিষয় পরিষ্কার, মহম্মদ সামিকে নিয়ে অযথা তাড়াহুড়ো করা হবে না। তাঁকে কঠিন সিরিজের জন্য়ই তরতাজা রাখা হবে। সামিকে যে সব সিরিজে ব্য়বহার করা হবে না, এটাও ইঙ্গিত। ভারত গত দু-বারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। যদিও টেস্ট বিশ্বকাপ জেতা হয়নি। এই অধরা ট্রফির জন্য এ বার মরিয়া ভাবে ঝাঁপাবে টিম ইন্ডিয়া।

Next Article