কলকাতা: দলীপ ট্রফির (Duleep Trophy) প্রথম রাউন্ড শুরু হওয়ার আগে জানা গিয়েছিল, আচমকাই চোট পেয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। সেই চোটের কারণেই অবশ্য দলীপের প্রথম রাউন্ডে খেলা হয়নি ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারের। এ বার অবশ্য দ্বিতীয় রাউন্ডে আচমকাই ফিরেছেন ঈশান। চোট সারিয়ে মাঠে নেমে ছন্দে ঈশান। লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচে ইতিমধ্যেই হাফসেঞ্চুরিও করেছেন তিনি।
দলীপের দ্বিতীয় রাউন্ডের যখন স্কোয়াড ঘোষণা হয়েছিল, তাতে ঈশান কিষাণের নাম ছিল। কিন্তু ইন্ডিয়া সি ও বি টিমের টসের সময় জানা যায় ঈশান একাদশে সুযোগ পেয়েছেন। হঠাৎ করে ঈশান কী ভাবে দলে এলেন, তা অনেকের কাছে পরিষ্কার নয়।
অবশ্য ঈশান শেষ মুহূর্তে পাওয়া সুযোগ জলে যেতে দিচ্ছেন না। ইতিমধ্যেই অভিমন্যু ঈশ্বরণের ইন্ডিয়া-বি টিমের হয়ে তিনি ৪৮ বলে অর্ধশতরান করেছেন। তাঁর এই ইনিংসে এসেছে ৭টি চার ও ১টি ছয়। এ বার দেখার শেষ অবধি লাল বলের ক্রিকেটে প্রত্যবর্তন তিনি তিন অঙ্কের রান দিয়ে রাঙিয়ে রাখতে পারেন কিনা।
Round 1 – injured.
Round 2 – India C lost 2 wickets in the space of 1 then came Ishan Kishan and scored a terrific fifty.ISHAN KISHAN is here to stay, taking each & every opportunity count 👌 pic.twitter.com/vp0Wv5MsTR
— Johns. (@CricCrazyJohns) September 12, 2024
উল্লেখ্য, দলীপ ট্রফির আগে ঈশান কিষাণকে বুচি বাবু টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। ক্রিকেট মহলে সকলে বলাবলি করছিলেন, দলীপের প্রথম রাউন্ডে ঈশান নিজেকে প্রমাণ করতে পারলে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাটিতে হতে চলা টেস্ট সিরিজে সুযোগ পেতে পারেন তিনি। কিন্তু তিনি চোটের কারণে প্রথম রাউন্ডে তো খেলতেই পারেননি। এ বার দেখার দ্বিতীয় রাউন্ডে তাঁর পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ে কিনা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের টিম ঘোষণা হয়েছে। দ্বিতীয় টেস্টের টিম ঘোষণা এখনও বাকি। ফলে যদি দলীপের দ্বিতীয় রাউন্ডে ঈশান ভালো পারফর্ম করেন, তা হলে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ডাক পেতেই পারেন।