নতুন থ্রি-ডি ক্রিকেটার! বলা যেতেই পারে। ভারতীয় টিমে এখন অলরাউন্ডারদের কদর বেশি। জাতীয় দলে জায়গা ফিরে পেতে কোনও চেষ্টাই বাদ রাখছেন না ঈশান কিষাণ। গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে খেলেননি ঈশান। বোর্ডের রোষে পড়েন। তার আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই দেশে ফিরেছিলেন। এরপর দীর্ঘ সময় কোনও যোগাযোগ রাখেননি। বোর্ডের নির্দেশও অমান্য করেন। ঘরোয়া ক্রিকেটে না খেলে আইপিএলে ফোকাস করছিলেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সুযোগ দেওয়া হয়নি। জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রত্যাশায় এ বার বোর্ডের নির্দেশ মেনে চলছেন ঈশান কিষাণ।
বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলছেন ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনে সেঞ্চুরি মেরেছিলেন ঈশান কিষাণ। দ্বিতীয় ইনিংসে জোড়া ছক্কা মেরে ম্যাচও জিতিয়েছেন। দ্বিতীয় ম্যাচে বল হাতেও ভরসা দিলেন ঈশান। সদ্য দিল্লির ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, ডিপিএলে বোলিং করেছেন ঋষভ পন্থ। এই দুই কিপার ব্যাটারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীকার ভরতকে খেলানো হয়েছিল। যদিও নজর কাড়তে না পারায় অভিষেক হয় ধ্রুব জুরেলের। দুর্দান্ত পারফর্ম করেছিলেন ধ্রুব।
কোচিং টিম বদলেছে। গৌতম গম্ভীর ভারতের নতুন কোচ হয়েছেন। সামনে বাংলাদেশ সিরিজে কোন দুই কিপার ব্যাটারের সুযোগ মিলবে বলা কঠিন। ঈশান কিষাণ যে দলে ফিরতে মরিয়া এবং গম্ভীরের গুডবুকে নাম লেখাতে চান, তা পরিষ্কার। প্রথম ম্যাচে সেঞ্চুরি, এ বার বোলিং। কোনও চেষ্টাই বাদ রাখছেন না ভারতের তরুণ কিপার ব্যাটার ঈশান কিষাণ। এখন দেখার, নিজের লক্ষ্যে সফল হতে পারেন কিনা!
Ishan Kishan bowling in domestic cricket vs HCA. pic.twitter.com/dH6SqOHYCK
— KaMouFlaZe (NITian) (@kanha_iya_) August 23, 2024