ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন ঋষভ পন্থ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনিই। মেগা অকশনে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন ক্যাপ্টেনকে ২৭ কোটি টাকায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। প্রত্যাশামতো তাঁকে ক্যাপ্টেনও করেছে। আর ক্যাপ্টেন যখন বলেন, বাকিরা তো শ্রোতার ভূমিকাতেই থাকবেন! এখানে অবশ্য শ্রোতার ভূমিকায় বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় প্লেয়াররা। এমনকি লখনউ সুপার জায়ান্টস কোচ জাস্টিন ল্যাঙ্গারও রয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব নিয়ে কী বললেন ক্যাপ্টেন ঋষভ পন্থ?
টিমের সঙ্গে প্র্যাক্টিসও শুরু করে দিয়েছেন ঋষভ পন্থ। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছেন। যদিও এক ম্যাচেও খেলার সুযোগ পাননি। আইপিএলের মাধ্যমে যেন আগামী জুনে ইংল্যান্ড সফরের প্র্যাক্টিসও সেরে রাখতে চান। লখনউ ক্যাপ্টেন টিমকে একত্রিত করতে বিশেষ বক্তব্যও রাখেন। ২০২২ সালে আইপিএলে অভিষেক লখনউ সুপার জায়ান্টসের। লোকেশ রাহুলের নেতৃত্বে প্রথম দু-বারই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ। যদিও গত মরসুমটা ভালো কাটেনি।
নতুন মরসুমের আগে লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ সতীর্থদের বলেন, ‘আমাদের টিমে অভিজ্ঞতার অভাব নেই। প্রচুর অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। তেমনই ম্যানেজমেন্টও অভিজ্ঞ। সিনিয়র প্লেয়ারদের বলব, তোমরা তরুণদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতাগুলো ভাগ করে নাও। সেই অভিজ্ঞতাগুলো থেকে সমৃদ্ধ হবে দলের তরুণ সদস্যরা।’ তিনি উদাহরণ হিসেবে নিকোলাস পুরান, ডেভিড মিলার, এইডেন মার্কব়্যামের মতো অভিজ্ঞ সতীর্থদের অনুরোধ করেন।
লখনউয়ের নতুন ক্যাপ্টেন পেপ-টকে আরও যোগ করেন, ‘আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সকলেই নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবে। বলাটা হয়তো খুব সহজ, তবে এর জন্য প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র ম্যানেজমেন্টেরই নয়, আমাদের মতো প্লেয়ারদেরও দায়িত্ব। আমরা সেই পরিবেশটা তৈরি করতেই পারি। আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, যদি প্লেয়ারদের পাশে থাকা যায়, বিশ্বাস এবং ভরসা করা যায়, তারা যে কোনও পরিস্থিতিতেই পারফর্ম করতে পারবে।’
আইপিএলের ১৮তম সংস্করণে লখনউ সুপার জায়ান্টস অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। বিশাখাপত্তনমে তাদের প্রথম প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্রাক্তন দলের বিরুদ্ধেই আইপিএল অভিযান শুরু ক্যাপ্টেন ঋষভ পন্থের।
Oh Captain… My Captain! 💙 pic.twitter.com/Qkite1n4bh
— Lucknow Super Giants (@LucknowIPL) March 17, 2025