ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সকলের শেষে ক্যাপ্টেন ঘোষণা করেছিল দিল্লি ক্যাপিটালস। প্রাথমিক ভাবে পরিকল্পনায় ছিলেন দু-জন। লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেল। যদিও সূত্রের খবর, নেতৃত্ব নিতে চাননি লোকেশ রাহুল। প্রত্যাশিত ভাবেই অক্ষর প্যাটেলকেই ক্যাপ্টেন ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। এর আগে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেনের পাশাপাশি ভাইস ক্যাপ্টেন ঘোষণা করেছিল। এ বার দিল্লি ক্যাপিটালসও অক্ষরের হাইপ্রোফাইল ডেপুটি ঘোষণা করল।
কিছুক্ষণ আগেই দিল্লি ক্যাপিটালসের তরফে ফাফ ডু’প্লেসিকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। বিরাট কোহলি ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সময়ই আইপিএলের নেতৃত্বও ছেড়ে দিয়েছিলেন। চেন্নাই সুপার কিংস থেকে এসেছিলেন ফাফ ডু’প্লেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ক্যাপ্টেন্সি করেছেন ফাফ। ট্রফি না এলেও দুর্দান্ত পারফর্ম করেছে আরসিবি।
আরসিবি ব্যাটিংয়েও ভরসা দিয়েছেন ফাফ। বিরাটের সঙ্গে তাঁর ওপেনিং জুটিই মূলত টেনেছে আরসিবিকে। এ বার আরসিবি তাঁকে রিটেন করেনি। মেগা অকশনে দিল্লি ক্যাপিটালস তাঁকে বেস প্রাইসে নিয়েছে। অক্ষর প্যাটেল প্লেয়ার হিসেবে অভিজ্ঞ হলেও ক্যাপ্টেন্সির দিক থেকে সীমিত। ফাফ ডু’প্লেসির মতো একজন অভিজ্ঞ ডেপুটি থাকায় অক্ষরের নেতৃত্বেও উন্নতি হবে। দিল্লির হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে ফাফ ডু’প্লেসি-জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে। লোকেশ রাহুল হয়তো তিনে।
Pick up your phones, it’s your vice-captain calling 💙❤️ pic.twitter.com/W3AkYO4QKZ
— Delhi Capitals (@DelhiCapitals) March 17, 2025