Ravichandran Ashwin, CSK: সেঞ্চুরি টেস্টে আসেননি, ধোনিকে ধন্যবাদ জানালেন অশ্বিন
IPL 2025, Chennai Super Kings: অবশেষে মেগা অকশনে তাঁকে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। আর তার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু তাঁর কেরিয়ারে যেন একটা আক্ষেপও রয়েছে। সেটাও ধোনিকে নিয়ে। তাও স্বীকার করে নিলেন অশ্বিন।

‘মনে হচ্ছে যেন ২০১১ সালে রয়েছি।’ চেন্নাই সুপার কিংসের অনুষ্ঠানে এমনটাই বললেন রবিচন্দ্রন অশ্বিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসেরই তাঁর পথ চলা শুরু। ২০১০ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন সিএসকে টিমেরও সদস্য অশ্বিন। এরপর পঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। অবশেষে মেগা অকশনে তাঁকে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। আর তার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু তাঁর কেরিয়ারে যেন একটা আক্ষেপও রয়েছে। সেটাও ধোনিকে নিয়ে। তাও স্বীকার করে নিলেন অশ্বিন।
কয়েক মাস আগেই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির মাঝে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রবিচন্দ্রন অশ্বিন। বিদেশের মাটিতে টেস্ট থাকলে তাঁকে অটোমেটিক চয়েস ধরা হত না। পরিস্থিতি বদলায়নি। অস্ট্রেলিয়াতেই তাই ঘোষণা করে দেন। তবে ক্রিকেট যে ছাড়ছেন না, পরিষ্কার করে দেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগেও (তামিলনাডু প্রিমিয়ার লিগ) খেলতে দেখা যাবে তাঁকে। চেন্নাই সুপার কিংসে ফিরে আপ্লুত রবিচন্দ্রন অশ্বিন।
একটি অনুষ্ঠানে ধোনির সঙ্গে উপস্থিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। ভারতের ৮৩’র বিশ্বজয়ী দলের কিংবদন্তি কৃষ্ণমাচারি শ্রীকান্ত সংবর্ধিত করেন অশ্বিনকে। সেখানেই ধোনি এবং সিএসকে সম্পর্কে অশ্বিন বলেন, ‘অন্য দলে খেলা, নতুন অভিজ্ঞতা ভালো। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তবে মনের মধ্যে শুরুর দিকের স্মৃতিগুলো থেকেই যায়। সিএসকের অনেক স্মৃতিই আর্কাইভে রয়েছে।’
এই খবরটিও পড়ুন




চেন্নাই সুপার কিংসের হয়ে ১২১ ম্যাচে ১২০ উইকেট নিয়েছেন অশ্বিন। ইকোনমি ৬.৭৮। দু-বার ট্রফি জিতেছেন। ধোনিকে নিয়ে কিছুটা অভিমানী, আবার কৃতজ্ঞও। অশ্বিন বলেন, ‘আমার শততম টেস্টে চেয়েছিলাম ধোনি স্মারক তুলে দিক। সেটাই আমার কেরিয়ারের শেষ টেস্ট করতে চেয়েছিলাম। যদিও ধোনি সেই ম্যাচটায় (ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায়) আসতে পারেনি। তবে ভাবিনি, আরও বড় উপহার আমাকে দেবে। সিএসকে-তে ফেরানোর জন্য এমএস-কে ধন্যবাদ।’





