Police: উর্দির ক্ষমতা! যুবতীর বাড়িতে ঢুকে পুলিশ অফিসার বলল ‘আমার তোকেই চাই’, তারপর ঘটাল যাচ্ছেতাই কাণ্ড…
Police Suspended: দুইদিন আগে হঠাৎ পুলিশ সাব ইন্সপেক্টর বাহিনী নিয়ে যুবতীর বাড়িতে চড়াও হয় এবং তাঁকে বিয়ে করার জন্য জোরাজুরি শুরু করে। যুবতী কিছুতেই রাজি না হওয়ায়, তাঁকে এবং তাঁর পরিবারকে থানায় তুলে আনে।

রাঁচী: পুলিশ বলে কি যা ইচ্ছে করা যায়? যুবতীর সঙ্গে ফ্লার্টিং, বিয়েতে জোরাজুরির চরম মূল্য চোকাতে হল। চাকরি খোয়ালেন সাব-ইন্সপেক্টর। অভিযোগ, যুবতীর বাড়িতে জোর করে ঢুকে তাঁকে বিয়ের জন্য জোরাজুরি শুরু করেন। মেয়েটি ও তার পরিবারকে থানায় তুলে আনেন। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে।
ঘটনাটি ঝাড়খণ্ডের। ধানবাদ পুলিশের এক সাব ইন্সপেক্টর এই কাণ্ড ঘটিয়েছেন। জানা গিয়েছে, ওই পুলিশ সাব ইন্সপেক্টর সোনু কুমার এক যুবতীকে পছন্দ করতেন। তার সঙ্গে ফ্লার্টিং করতেন। তবে ওই যুবতী এইসব পছন্দ করতেন না। ওই সাব ইন্সপেক্টরের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
দুইদিন আগে হঠাৎ পুলিশ সাব ইন্সপেক্টর বাহিনী নিয়ে যুবতীর বাড়িতে চড়াও হয় এবং তাঁকে বিয়ে করার জন্য জোরাজুরি শুরু করে। যুবতী কিছুতেই রাজি না হওয়ায়, তাঁকে এবং তাঁর পরিবারকে থানায় তুলে আনে। ঘণ্টার পর ঘণ্টা তাদের থানায় আটকে রাখা হয়। অনুরোধ করা সত্ত্বেও তাদের ছাড়া হয়নি। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিয়োটি নজরে আসতেই ধানবাদের এসএসপি পি জনার্দন ওই পুলিশ অফিসারকে স্টেশন হাউস ইনচার্জ পদ থেকে অপসারণ করেন। তাঁর পদস্থলন করা হয়েছে।
ভুক্তভোগী যুবতীর মায়ের অভিযোগ, সোনু কুমার তাঁর মেয়ের সঙ্গে জোর করে বিয়ে দিতে চান। অথচ তাঁর মেয়ের বিয়ে আগেই অন্যত্র ঠিক করা রয়েছে। যখন সোনু কুমারের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়, তখন তিনি উর্দির ক্ষমতা ব্যবহার করে পুরো পরিবারকে থানায় আটকে রেখেছিলেন।





