ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছে সেই ২০০৮ সালে। আর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ২০০২ সালে। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক দেশের হয়েই। সেই ২০০৭ সালে। কিন্তু কোনও দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেননি। তাঁর কাছে বরাবরই পছন্দের ফরম্যাট ছিল টেস্ট ক্রিকেট। টি-টোয়েন্টি যে একেবারেই খেলেননি তা নয়। তবে শেষ ১০ বছর এই ফরম্যাটে খেলেননি। কিছু দিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটেও ইতি। ইংল্যান্ডের সেই তারকা পেসার এ বার আইপিএলের মেগা অকশনে নাম নথিভূক্ত করেছেন। নামটা আন্দাজ করা কঠিন নয়।
বিশ্ব ক্রিকেটে, বিশেষ করে টেস্টে কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। সুইংয়ে বাজিমাত করেছেন। ইংল্যান্ডের এই পেসার টেস্টে ১৮৮ ম্যাচ খেলেছেন। ঝুলিতে ৭০৪ উইকেট। টেস্ট ক্রিকেটে উইকেট শিকারির তালিকায় মুরলিধরন, শেন ওয়ার্নের পরই রয়েছেন। কেরিয়ারে মাত্র ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তাঁর উইকেট সংখ্যা ১৮, ইকোনমি ৭.৮৪। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর হঠাৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য নাম নথিভূক্ত করা চমকে দেওয়ার মতোই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনে বেস প্রাইস ১.২৫ কোটি টাকায় নাম নথিভূক্ত করেছেন জিমি অ্যান্ডারসন। ৪২ বছরের উপর এই পেসারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা আগ্রহ দেখাবে, তা নিয়ে ধোঁয়াশা থাকেই। তবে টেস্ট ক্রিকেটে তাঁর যা সাফল্য কোনও ফ্র্যাঞ্চাইজি নিলে দুটো ভূমিকায়ই হয়তো কাজে লাগবেন। প্লেয়ারের পাশাপাশি পেসারদের মেন্টর! এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রথম বার আইপিএল খেলার স্বাদ পাবেন কিনা জেমস অ্যান্ডারসন, নির্ভর করবে অকশনের উপরই।