কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) প্রতিবাদ আর শুধু কলকাতায় সীমাবদ্ধ নেই। ‘তিলোত্তমা’-র সুবিচার চাই। যে কারণে প্রতিবাদে মুখর গোটা রাজ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও প্রতিবাদে মুখ খুলছেন অনেকেই। ভারতের ক্রীড়াবিদরাও বাদ নেই। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন, আরজি কর কাণ্ডে নির্যাতিতা যেন সুবিচার পান। দোষীর যেন কড়া শাস্তি হয়। শুধু তিনিই নন, ভারতের তারকা বোলার মহম্মদ সিরাজ নিজের ইন্সটাগ্রামে এই ধরনের নৃশংস ঘটনা নিয়ে মুখ খুলেছেন। একে একে ভারতের ক্রিকেটাররা আরজি কর ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন। সুবিচারের আশা করছেন। টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং মহিলা ক্রিকেট টিমের তারকা জেমাইমা রডরিগজও (Jemimah Rodrigues) এ বার প্রতিবাদে গর্জে উঠেছেন।
জসপ্রীত বুমরা এবং জেমাইমা রডরিগজ বলিউড তারকা আলিয়া ভাটের শেয়ার করা একটি পোস্টের ছবির অংশ নিজেদের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। আরজি কর কাণ্ডে বলিউডের একাধিক তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। বলিউড তারকা আলিয়া ভাট নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন। যেখানে মোট ৫টি স্লাইড রয়েছে। তাতে ভারতের কত শতাংশ চিকিৎসক ও নার্সরা হিংসার শিকার হন, দেশে ধর্ষণের মাত্রা কতটা বেড়েছে এই সংক্রান্ত পরিসংখ্যান রয়েছে।
jemimah rodrigues and jasprit bumrah reposted alia’s post ‼️ pic.twitter.com/wtgSxBquPA
— ☆ (@stayy4him) August 15, 2024
শুধু তাই নয়, আলিয়া একইসঙ্গে লেখেন, ‘আরও একটা ধর্ষণ, আবারও বুঝলাম যে মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া কাণ্ড সকলকে নাড়া দিয়েছিল। কিন্তু ফের একই ঘটনা, কোনও কিছুই বদলায়নি। মহিলাদের মনের অবস্থা কেমন? আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই সকল চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, মহিলাদের সুরক্ষা আসলে তাঁদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’