RG Kar Case: শিরোনামে থাকেন যিনি, তিনিই দিলেন হেডিং! আরজি কর ঘটনায় প্রতিবাদী সিরাজ

Aug 16, 2024 | 2:17 PM

Mohammed Siraj on RG Kar Case: কয়েকদিন আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আরজি কর কাণ্ডে দোষীর কড়া শাস্তির দাবি তুলেছিলেন। এ বার কলকাতার বুকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা নিয়ে মুখ খুললেন দেশের তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ।

RG Kar Case: শিরোনামে থাকেন যিনি, তিনিই দিলেন হেডিং! আরজি কর ঘটনায় প্রতিবাদী সিরাজ
RG Kar Case: শিরোনামে থাকেন যিনি, তিনিই দিলেন হেডিং! আরজি কর ঘটনায় প্রতিবাদী সিরাজ

Follow Us

কলকাতা: কয়েকদিন আগে আরজি করে যে নৃশংতা ঘটেছে, তা নিয়ে তোলপাড় চলছে। বিচায় চায় ‘তিলোত্তমা’। আরজি করে (RG Kar) এক ডাক্তার পড়ুয়ার উপর নির্যাতন ও তাঁর মৃত্যুর পর ফুঁসছে কলকাতা। এই ঘটনার প্রভাব সারা দেশে ছড়িয়েছে। ১৪ অগস্ট রাত দখল এবং নির্যাতিতার দোষীদের শাস্তি দেওয়ার লক্ষ্যে সকলে পথে নেমেছিলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর তারকারাও কলকাতার রাস্তায় নেমেছিলেন প্রতিবাদে। অবশ্য শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। কয়েকদিন আগে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আরজি কর কাণ্ডে দোষীর কড়া শাস্তির দাবি তুলেছিলেন। এ বার কলকাতার বুকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা নিয়ে মুখ খুললেন দেশের তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে মহম্মদ সিরাজ দেশে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণ কাণ্ডের শিরোনাম শেয়ার করেছেন। জামশেদপুর, ভাইজ্যাগ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের বিভিন্ন ধর্ষণ কাণ্ডের শিরোনাম সেখানে ছিল। শুধু তাই নয়, সম্প্রতি পশ্চিমবঙ্গে আরজি করের ডাক্তার পড়ুয়ার সঙ্গে ঘটে যাওয়ার নৃশংস ঘটনার শিরোনামও উল্লেখ করেছেন সিরাজ।

ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজের ওই ইন্সটাগ্রাম স্টোরির নীচের দিকে ছবিতে লেখা ছিল, ‘এ বার তোমার অজুহাত কী হবে? নাকি বলবে, তাঁর দোষ ছিল। কারণ, পুরুষ তো পুরুষই।? তাই না।’ মহম্মদ সিরাজের ওই ইন্সটাগ্রাম স্টোরির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে বাংলার ক্রিকেটাররাও প্রতিবাদে সামিল হয়েছিলেন। সিউড়িতে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে বাংলা ক্রিকেট দল। সেখানে অনুশীলন শুরুর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে দু’মিনিট নীরবতা পালন করে বাংলা দল। আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে বাংলা সিনিয়র টিমের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘ওনার আত্মার শান্তি কামনা করি।’

Next Article