গোয়া: সব জল্পনার অবসান। সোমবার গোয়াতে (Goa) শেষমেশ সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও স্পোর্টস সঞ্চালক সঞ্জনা গণেশন (Sanjana Ganesan)। মোতেরায় শেষ টেস্ট না খেলেই বুমরা যখন সরে দাঁড়িয়েছিলেন, তখন থেকেই তাঁর বিয়ের জল্পনা শুরু হয়েছিল। এ বার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন বুমরা-সঞ্জনা।
“Love, if it finds you worthy, directs your course.”
Steered by love, we have begun a new journey together. Today is one of the happiest days of our lives and we feel blessed to be able to share the news of our wedding and our joy with you.
Jasprit & Sanjana pic.twitter.com/EQuRUNa0Xc
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) March 15, 2021
কে এই সঞ্জনা? ক্রিকেটের দৌলতে সকলের কাছে বেশ পরিচিত নাম জশপ্রীত বুমরা। কিন্তু তাঁর স্ত্রী এর ব্যাপারে সকলে হয়তো জানেন না। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন সঞ্জনা গণেশন। টিভি দুনিয়ারই পরিচিত মুখ। সঞ্জনা ২০১৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনালেও পৌঁছন। তারপর ২০১৪ সালেই এমটিভির এক জনপ্রিয় শো স্প্লিটসভিলার সপ্তম সিজনে অংশগ্রহণ করেন তিনি।
Super groovy, brand new fan anthem ✅
Fun filled session with @kkriders & @iamsrk ✅
BEST. DAY. EVER. ✅✅✅ pic.twitter.com/mfkMbLXjUP— Sanjana Ganesan (@SanjanaGanesan) October 20, 2020
খেলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও, খেলাই একসূত্রে বেঁধে দিল নবদম্পতিকে। ২০১৯ বিশ্বকাপের সময় সঞ্জনা ‘ম্যাচ পয়েন্ট’, ‘চিকি সিঙ্গলস’ নামের অনুষ্ঠানের সঞ্চালনা করে সকলের নজর কেড়েছিলেন। স্টার স্পোর্টসের নানান অনুষ্ঠানের সঞ্চালনার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের ‘নাইটস ক্লাব’ অনুষ্ঠানের সঞ্চালনাও করেছেন। শুধু ক্রিকেট নয়, প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের সঞ্চালনার ভূমিকায় দেখা গিয়েছে সঞ্জনাকে।
আরও পড়ুন: গোয়ায় বিবাহবন্ধনে জড়ালেন বুমরা-সঞ্জনা
নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খোলামেলা ছিলেন না বুমরা ও সঞ্জনা। জশপ্রীত বুমরার সঙ্গে সঞ্জনার আলাপ ক্রিকেট সূত্রেই। এক সাক্ষাৎকার নেওয়ার মধ্যে দিয়েই প্রথম দেখা বুমরা ও সঞ্জনার। প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন। তবে তা প্রকাশ্যে আসতে দেননি দুজনই। দীর্ঘদিন প্রেমের পর বিবাহ বন্ধনেও আবদ্ধ হলেন।
কবে থেকে প্রেম শুরু দু’জনের? সঞ্জনার টুইটার ঘেঁটে দেখা যাচ্ছে, এ বছর ১০ জানুয়ারি ইএসপিএনের একটি টুইটে মন্তব্য করেছিলেন, ‘বুমরার মুড সুইংয়ের সঙ্গে আমার বেশ মিল আছে।’ সেই প্রথম প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে, এর পর আবার নীরব হয়ে যান।
Jasprit Bumrah’s on-field moods & my daily mood swings look exactly alike. ??#AUSvIND https://t.co/e0kmWVNCHR
— Sanjana Ganesan (@SanjanaGanesan) January 10, 2021
সেই সঞ্জনাই এখন আলোচনার তুঙ্গে। বুমরার সংসারে পা দেওয়া সঞ্জনাও এখন দেশের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি হয়ে গিয়েছেন।