বুমরা-সঞ্জনাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলের শিকার মায়াঙ্ক

Mar 16, 2021 | 4:31 PM

নেট নাগরিকদের ট্রোলের মুখে পড়তে হল মায়াঙ্ককে (Mayank Agarwal)।

বুমরা-সঞ্জনাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলের শিকার মায়াঙ্ক
সৌজন্যে-টুইটার

Follow Us

কলকাতা: সোমাবার গাঁটছড়া বেঁধেছেন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও সঞ্জনা গণেশন (Sanjana Ganesan)। সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা উপচে পড়েছে। টিম ইন্ডিয়ার সতীর্থ থেকে শুরু বিনোদন জগতের পরিচিত মুখরা এই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এই শুভেচ্ছা জানাতে গিয়েই ভূল করে বসেছেন ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।

সৌজন্যে-টুইটার

আরও পড়ুন: গোয়ায় বিবাহবন্ধনে জড়ালেন বুমরা-সঞ্জনা

বুমরার টুইটে শুভেচ্ছা জানাতে গিয়ে মায়াঙ্ক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে ট্যাগ করে বসেন। যদিও টুইটটি সঙ্গে সঙ্গেই ডিলিট করে দেন। কিন্তু তাতে কি! নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় মায়াঙ্কের টুইটের স্ক্রিনশট। আর তাতেই নেট নাগরিকদের ট্রোলের মুখে পড়তে হল মায়াঙ্ককে।

কেউ কেউ টুইটারে তাঁর উদ্দেশে লেখেন, “আরে ভাই এটা কি ছিল। তুমি কি ভূলে গিয়েছিলে?” মায়াঙ্ককে নিয়ে মজা করতে ছাড়ছেন না নেট নাগরিকরা। কেউ আবার লেখেন, “বায়ো বাবলে থাকার সাইড এফেক্ট।”

নবদম্পতিকে টিম মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে অভিনব কায়দায় শুভেচ্ছা জানানো হয়। মুম্বই ইন্ডিয়ান্স টুইট করে, “সঞ্জনার বলে বোল্ড হলেন বুমরা। আমরা জশপ্রীত ও সঞ্জনার সুখী ও খুশি জীবন কামনা করি।”

আরও পড়ুন: বুমরার স্ত্রীকে নিয়ে তীব্র আলোচনা, কে এই সঞ্জনা গণেশন?

ভারত অধিনায়ক বিরাট কোহলি ইন্সটাগ্রামে লেখেন, “শুভেচ্ছা। ভগবান তোমাদের মঙ্গল করুক। ভালোবাসা নিও।”

Next Article