IND vs AUS: হেডকে ফিরিয়েই ফাইফার জসপ্রীত বুমরার, টেস্টে একডজন

Dec 15, 2024 | 12:41 PM

India vs Australia 3rd Test: একই ওভারে জোড়া উইকেট নিয়ে ফাইফার। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১২ বার ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট বুমরার দখলে। অস্ট্রেলিয়ার ৬ উইকেটের মধ্যে পাঁচটিই বুমরার দখলে। বাকি একটি নীতীশ রেড্ডির।

IND vs AUS: হেডকে ফিরিয়েই ফাইফার জসপ্রীত বুমরার, টেস্টে একডজন
Image Credit source: Matt Roberts - CA/Cricket Australia via Getty Images

Follow Us

বিশ্বের সেরা পেসার? এ বিষয়ে কোনও সন্দেহ, বিতর্কের জায়গাও নেই। বর্তমানে তিন ফরম্যাটেই বিশ্বের সেরা বোলার। আরও একবার তা প্রমাণ করলেন। ভারতীয় শিবিরে যিনি সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছিলেন সেই ট্রাভিস হেডের উইকেট তাঁর দখলে। একই ওভারে জোড়া উইকেট নিয়ে ফাইফার। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১২ বার ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট বুমরার দখলে। অস্ট্রেলিয়ার ৬ উইকেটের মধ্যে পাঁচটিই বুমরার দখলে। বাকি একটি নীতীশ রেড্ডির।

দিনের প্রথম সেশনেও অনবদ্য বোলিং করেছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু উল্টোদিক থেকে সহযোগিতা পাচ্ছিলেন না। দ্বিতীয় নতুন বলেও ভরসা হয়ে উঠলেন সেই জসপ্রীত বুমরাই। মাত্র তিন ওভারের ব্যবধানে তিন উইকেট! একই ওভারে জোড়া উইকেট। তাও যে সে উইকেট নয়, সেঞ্চুরি করা স্টিভ স্মিথ, অলরাউন্ডার মিচেল মার্শ। আর এরপরই সবচেয়ে দামি উইকেট। দেড়শো পেরনো ট্রাভিস হেড। এই উইকেটেই ফাইফার পূর্ণ করেন।

এই খবরটিও পড়ুন

পারথে প্রথম টেস্ট জয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন জসপ্রীত বুমরাই। ক্যাপ্টেন্সি, অনবদ্য বোলিং। ম্যাচের সেরাও হয়েছিলেন। গত ম্যাচেও দুর্দান্ত বোলিং। ব্রিসবেনে একা কুম্ভ সেই জসপ্রীত বুমরাই। এই সিরিজে ইতিমধ্য়েই তাঁর ১৫ উইকেট পার। যদিও উল্টোদিক থেকে সাহায্য না পাওয়ায় চাপ বাড়ছে। ইতিমধ্যেই ৩৫০ পেরিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার স্কোর। হয়তো আর কিছুটা রান যোগ করে ইনিংস ডিক্লেয়ারও করে দিতে পারে অস্ট্রেলিয়া।

Next Article