অস্ট্রেলিয়ার মাটিতে গত দুই সিরিজেই দাপট দেখিয়েছে ভারতীয় দল। এ বারও শুরুটা হয়েছিল দুর্দান্ত। অ্যাডিলেড টেস্ট থেকে পরিস্থিতি বদলায়। রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই গম্ভীরকে নিয়েও। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ক্লিনসুইপ হয়েছিল ভারত। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট হারার পর হঠাৎই বাকি দুই টেস্টে টার্নিং পিচ বানানো হয়। যা বুমেরাং হয় ভারতীয় শিবিরেই। ব্রিসবেনেও টিম সিলেকশন নিয়ে হতাশ দেশের প্রাক্তন ক্রিকেটার। টেনে আনলেন কোচ রবি শাস্ত্রী-ক্যাপ্টেন বিরাট কোহলির কম্বিনেশনের উহারণও।
তিন ম্যাচ, তিন কম্বিনেশন। প্রথম টেস্টে রোহিত ছিলেন না। চোটের জন্য খেলতে পারেননি শুভমন গিল। দ্বিতীয় টেস্টে তাঁরা ফিরতেই কম্বিনেশন বদলাতে হয়। এটা নিয়ে অবশ্য প্রশ্ন নেই। তবে স্পিন বোলিং অলরাউন্ডার নিয়ে অবশ্যই অস্বস্তি রয়েছে। তিন ম্যাচেই বোলিং কম্বিনেশনে এক স্পিনার রেখেছে ভারত। কিন্তু তিন ম্যাচেই আলাদা আলাদ। প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দর, গোলাপি টেস্টে রবিচন্দ্রন অশ্বিন, ব্রিসবেনে খেলানো হচ্ছে রবীন্দ্র জাডেজাকে। এই সিদ্ধান্তকেই ডিফেন্সিভ মানসিকতা মনে করছেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক।
ক্রিকবাজে একটি সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি, গম্ভীর-রোহিত এমন কম্বিনেশন বেছে নিচ্ছে, যেখানে ব্যাটিং গভীরতা বেশি হচ্ছে। বোলিংয়ে দেখলেই বোঝা যাবে প্রথম দু-ম্যাচে স্পিনাররা কোনও ইমপ্যাক্ট রাখতে পারেনি। মনে হয়, যেন স্পিনার বাছাইয়ের ক্ষেত্রেও খোঁজা হচ্ছে, এই তিনজনের মধ্যে সেরা ব্যাটার কে। আমার ধারনা ভুলও হতে পারে, কিন্তু সিদ্ধান্তটা পছন্দ হয়নি।’
কোহলি-শাস্ত্রী জুটির উদাহরণ টেনে বলেন, ‘রবি শাস্ত্রী-বিরাট কোহলি হয়তো সীমিত সাফল্য পেয়েছে, কিন্তু ওদের প্রথম টার্গেট থাকত প্রতিপক্ষর ২০টা উইকেট নেওয়া। এই সিরিজে নতুনদের মধ্যে প্রাপ্তি বলা যেতে পারে নীতীশ রেড্ডিকে। তবে ব্যাটিং দেখতে গিয়ে বোলিংয়ের সঙ্গে আপোস করা হচ্ছে।’