Jhulan Goswami: কেরিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজ, একইরকম ফোকাসড ঝুলন

India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে রেনুকা-পূজা বস্ত্রকার ভালো পারফর্ম করেছেন। ওয়ান ডে সিরিজে মেন্টর হিসেবে বাকি দলকে প্রেরণা জোগাবেন সতীর্থদের 'ঝুলু'দি।

Jhulan Goswami: কেরিয়ারের শেষ আন্তর্জাতিক সিরিজ, একইরকম ফোকাসড ঝুলন
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2022 | 9:00 PM

হোভ : কেরিয়ারের শেষ ম্যাচ নয়, তবে শেষ সিরিজ। ভারত-ইংল্যান্ড (India vs England) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে রবিবার। হোভে প্রথম ওয়ান ডে। তিন ম্যাচের টি ২০ সিরিজ ১-২ হেরেছে ভারত (Team India)। এ বার নজরে প্রত্যাবর্তন। সিরিজের মূল আকর্ষণ অবশ্যই ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন কিংবদন্তি পেসার। প্রত্যাবর্তনের সিরিজেও বড় ভরসা তিনি। টি ২০ সিরিজে ভারতের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা অনুযায়ী হয়নি। সব বিভাগেই বাজিমাত করেছে ইংল্যান্ড। হাতে গোনা দু-একটা ব্যক্তিগত পারফরম্যান্স নজর কেড়েছে। দলগত ভাবে শুধুই হতাশা। ওয়ান ডে সিরিজে অক্সিজেন ঝুলন গোস্বামী। কেরিয়ারের শেষ লগ্নে একইরকম ফোকাসড। টি ২০ সিরিজে ভারতকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে ব্যাটিং এবং ফিল্ডিং। বোলিং বিভাগেও উন্নতির প্রয়োজন রয়েছে।

দেশের হয়ে এক ডজন টেস্ট, ২০১ টি ওয়ান ডে, ৬৮টি টি-টোয়েন্টি। মেয়েদের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট ঝুলনের দখলেই। টেস্টে ৪৪, ওয়ান ডে তে ২৫২ এবং টি-টোয়েন্টিতে ৫৬ উইকেট নিয়েছেন চাকদা এক্সপ্রেস। ২০ বছরের বেশি আন্তর্জাতিক কেরিয়ারে পেয়েছেন নানা সম্মান। শেষ সিরিজেও নজর থাকবে তাঁর দিকেই। ভারতের তরুণ পেস বোলিং বিভাগ নজর কেড়েছে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। বিশেষ করে রেনুকা সিং ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে রেনুকা-পূজা বস্ত্রকার ভালো পারফর্ম করেছেন। ওয়ান ডে সিরিজে মেন্টর হিসেবে বাকি দলকে প্রেরণা জোগাবেন সতীর্থদের ‘ঝুলু’দি।

টি ২০ তে সিরিজে সবচেয়ে বেশি ভুগিয়েছে মিডল অর্ডার। টপ অর্ডার এক ম্যাচে রান পেলেও বাকি দু’ম্যাচেই ব্যর্থ। মিডল অর্ডার কোনও ম্যাচেই ভরসা দিতে পারেনি। ওয়ান ডে তে রয়েছেন জেমিমা রডরিগজ। তবে তাঁর ফিটনেস নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে খেলার সময় চোট পেয়েছিলেন জেমিমা। শুরুর দিকে খেললেও বাকি টুর্নামেন্টের জন্য ছিটকে যান। মাঝে অনেকটা সময় ছিল। প্রত্যাশা করা যায় জেমিমা ফিট হয়ে উঠেছেন। মিডল অর্ডারে তাঁকে পাওয়া গেলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে ভারতীয় দলে।