AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gil: বিরাটের মতো আগ্রাসী, রোহিতের মতো ঠান্ডা… শুভমনকে সার্টিফিকেট দিলেন কে?

কেউ কেউ বলে দিচ্ছেন, ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে শুভমন গিল মিলিয়ে দেবেন বিরাট ও রোহিতকে।

Shubman Gil: বিরাটের মতো আগ্রাসী, রোহিতের মতো ঠান্ডা... শুভমনকে সার্টিফিকেট দিলেন কে?
বিরাটের মতো আগ্রাসী, রোহিতের মতো ঠান্ডা... শুভমনকে সার্টিফিকেট দিলেন কে?
| Edited By: | Updated on: Jun 17, 2025 | 2:32 PM
Share

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) মতো আগ্রাসন রয়েছে তাঁর। আবার রোহিত শর্মার (Rohit Sharma) মতো ঠান্ডা মাথাও। একদিকে বিচক্ষণ, অন্যদিকে ভরপুর আবেগ। টিমের দায়িত্ব নেওয়ার মতো চওড়া কাঁধ যেমন তৈরি হয়েছে ধীরে ধীরে। তেমনই পারফর্ম করার খিদেও তীব্র। হয়তো নেতা হিসেবে এখনও পা রাখেননি আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু আইপিএলে তাঁর এমন গুণের দেখা পেয়েছেন অনেকেই। তাঁদেরই কেউ কেউ বলে দিচ্ছেন, ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে শুভমন গিল মিলিয়ে দেবেন বিরাট ও রোহিতকে। যিনি গিলকে এমন সার্টিফিকেট দিচ্ছেন, তিনি আর কেউ নন, জস বাটলার। আইপিএলে শুভমনের ক্যাপ্টেন্সিতেই খেলেছেন ইংলিশ ক্রিকেটার। সামনে থেকে দেখার অভিজ্ঞতা তুলে ধরেছেন বাটলার। কী বললেন তিনি?

স্টুয়ার্ট ব্রডকে ফর দ্য লাভ অফ ক্রিকেট নামের এক পডকাস্টে বাটলার বলেছেন, ‘শুভমন সত্যিই নজরকাড়া প্লেয়ার। দুর্দান্ত তরুণ ক্রিকেটার। ভীষণ ঠান্ডা মাথার ছেলে। মেপে কথা বলতে পারে। এটা কিন্তু আকর্ষণীয় একটা ব্যাপার। মাঠে ওকে লড়াই করতে দেখেছি। তীব্রভাবে তুলে ধরে ওর প্যাশন। যে কারণে ওর মধ্যে বিরাট আর রোহিতের একটা মিশ্রন দেখতে পাই।’

আইপিএলে গিলকে দেখার অবিজ্ঞতা থেকেই বাটলার বলেছেন, ‘কোহলি আদতে আগ্রাসী একজন ক্রিকেটার। রোহিত আবার উল্টো। ভীষণ শান্ত, নিজের মধ্যে থাকা একজন। কিন্তু লড়াইয়ের আগুনটা প্রবল। আমি যে ভাবে শুভমনকে দেখেছি, ও কিন্তু মাঝামাঝি চরিত্রের ক্রিকেটার। এটাও ঠিক যে, বিরাট ওর রোহিতের কাছ থেকে শুভমন অনেক কিছু শিখেছে। তবে ও কিন্তু নিজের মতো।’