Virat Kohli: কেন টেস্ট থেকে অবসর নিলেন… মুখ খুললেন বিরাট কোহলি
Virat Kohli on Test Retirement: বিরাটকে ছাড়াই ইংল্যান্ড সফরে গিয়েছে ভারত। শুভমন গিলের দল প্রথম টেস্ট হারলেও পরের টেস্টে দুরন্ত পারফর্ম করেছে। সিরিজ এখন ১-১। লর্ডসে তৃতীয় টেস্টে নামার আগে বিরাট অবসরের কারণ তুলে ধরলেন। কী বললেন তিনি?

কলকাতা: কেন হঠাৎ ভারতীয় টেস্ট টিম থেকে অবসর নিলেন, তা নিয়ে চর্চা শেষ হয়নি। আরও কিছুদিন খেলতে পারতেন, এমন বলছেন অনেকেই। তার মধ্যেই বিরাট কোহলি নিজের অবসরের কারণ ব্যাখ্যা করলেন। যা বললেন, তাতে কতটা সন্তুষ্ট হবেন তাঁর ভক্তরা, তা নিয়ে সংশয় থাকছে। রোহিত শর্মা প্রথমে টেস্ট দল থেকে অবসর ঘোষণা করেন। দু’দিনের মধ্যেই সরে দাঁড়ান বিরাটও। দুই তারকার পর পর অবসরের জন্য কি বোর্ড দায়ী? এই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকে। বিরাটকে ছাড়াই ইংল্যান্ড সফরে গিয়েছে ভারত। শুভমন গিলের দল প্রথম টেস্ট হারলেও পরের টেস্টে দুরন্ত পারফর্ম করেছে। সিরিজ এখন ১-১। লর্ডসে তৃতীয় টেস্টে নামার আগে বিরাট অবসরের কারণ তুলে ধরলেন। কী বললেন তিনি?
যুবরাজ সিংয়ের ‘ইউউইক্যান ফাউন্ডেশন’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল লন্ডনে। সেখানে আমন্ত্রিত ছিলেন বিরাট। টেস্ট থেকে নিজের অবসর নেওয়া নিয়ে তিনি বলেছেন, ‘দু’দিন আগেই আমি আমার দাড়ি রং করেছি। প্রতি চারদিন অন্তর কাউকে যদি দাড়ি রং করতে হয়, জানতে হবে তার সময় হয়ে গিয়েছে।’ ওই অনুষ্ঠানে কোচ গৌতম গম্ভীর সহ হাজির ছিল পুরো ভারতীয় দল। সচিন তেন্ডুলকর, কেভিন পিটারসেন, ব্রায়ান লারা, ক্রিস গেইল, আশিস নেহরা, রবি শাস্ত্রী।
সেখানেই বিরাট তুলে ধরেছেন, তাঁর টেস্ট কেরিয়ারে রবি শাস্ত্রীর গুরুত্ব। বিরাটের কথায়, ‘সত্যি কথা বলতে কী, আমি যদি কোচ হিসেবে রবি শাস্ত্রীকে না পেতাম, টেস্ট কেরিয়ারে আমি যা করতে পেরেছি, সে সব পারতাম কিনা বলা মুশকিল। কাজের প্রতি কতটা স্পষ্টতা থাকা উচিত, সেটা কিন্তু কেরিয়ারে খুঁজে পাওয়া খুব কঠিন। কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য যে কোনও ক্রিকেটারের কাছে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সব সময় রবিভাইকে পাশে পেয়েছি। এমনকি কঠিন প্রেস কনফারেন্সগুলোতে নিজে এগিয়ে গিয়ে গুলিগোলা সামলাত। ক্রিকেট কেরিয়ারে যা করেছি, যত দূর এগিয়েছি, তার জন্য ওঁর প্রতি আমার শ্রদ্ধা সব সময় থাকবে।’
