IPL 2021 : ছন্দ ধরে রাখাই চ্যালেঞ্জ: কাইফ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 15, 2021 | 5:10 PM

প্রথম পর্বে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) চোটের জন্য পায়নি দিল্লি (Delhi Capitals)। চোট কাটিয়ে এবার তিনি ফিরেছেন। কাইফের (Kaif) মতে শ্রেয়সের ফেরা দলের কাছে খুব ভালো একটা দিক।

IPL 2021 : ছন্দ ধরে রাখাই চ্যালেঞ্জ: কাইফ
অনুশীলনে মগ্ন দিল্লি ক্রিকেটাররা। সৌজন্যে:টুইটার

Follow Us

দুবাই: সময় যত এগিয়ে আসছে, ততই প্রস্ততি পর্ব তুঙ্গে উঠছে আইপিএলের (IPL) দলগুলির। ঘরের মাঠে আইপিএল যখন বন্ধ হল, তখন লিগ টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। একনম্বরে থেকেই আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করবে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। দলের সহকারী কোচ মহম্মদ কাইফ (Mohammad Kaif) বলছেন, প্রথম পর্বের ছন্দ ধরে রাখাই সব থেকে বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে।

দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় দেওয়া ইন্টারভিউয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন, ”প্রথম পর্বের পর একটা লম্বা বিরতি ছিল। এর মধ্যে আমাদের অধিকিংশ ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমাদের দলে ব্যালেন্স আছে। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ক্রিকেটাররা যেমন নিজেদের সেরাটা দিচ্ছে, তেমনই ঘরোয়া ক্রিকেটাররাও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করছে। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটাই বাকি পর্বের ছন্দটা তৈরি করে দেবে।”

 

 

প্রথম পর্বে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) চোটের জন্য পায়নি দিল্লি। চোট কাটিয়ে এবার তিনি ফিরেছেন। কাইফের মতে শ্রেয়সের ফেরা দলের কাছে খুব ভালো একটা দিক। শ্রেয়সকে এ বার অধিনায়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে না। ঋষভ পন্থই নেতা। তাই ব্যাটসম্যান শ্রেয়স অনেকটা খোলা মনে নিজের সেরাটা দিতে পারবেন। শ্রেয়স সম্পর্কে বলতে গিয়ে কাইফ জানিয়েছেন, ”প্রথম পর্বের দল ও দ্বিতীয় পর্বের দলের মধ্যে খুব একটা পরিবর্তন হচ্ছে না। তবে সব থেকে ভালো দিক শ্রেয়সের ফিরে আসা। দারুণ ক্রিকেটার। শেষ দুটি মরসুমে দলের হয়ে দুরন্ত পারফর্ম করেছে। ওর ব্যাটিংয়ের দিকে তাকিয়ে আছি আমরা।”

আরব দেশের মঞ্চ দিল্লি ক্যাপিটালসের কাছে বেশ পয়া। গতবছর কোভিড পরিস্থিতে বিগত কয়েক বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে এখানেই ফাইনাল খেলেছে দিল্লি ক্যাপিটালস। এ বারও লক্ষ্য প্রথমবার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া। তবে পরিস্থিতি বদলেছে, তাই কিছু ক্রিকেটারার দায়িত্বও বদল হতে চলেছে। কাইফ বলেছেন, ”ভারতে আমরা ভালো খেলেছি। সেই ছন্দটা ইউএইতে ধরে রাখতে হবে। পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কিছু ক্রিকেটারের ভূমিকা বদল হবে। তাই আবার নতুন করে শুরু করার পালা। টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা। ” ২২ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।

 

আরও পড়ুন: IPL 2021: দর্শক ফিরছে মরুশহরের আইপিএলে

আরও পড়ুন: IPL 2021: দু প্লেসির হঠাৎ চোটে তীব্র চাপে ধোনির চেন্নাই

Next Article