নয়াদিল্লি: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসনের (Kevin Pietersen) মুখে এ বার ভারতের প্রশংসা। ভারত (India) তাঁর জন্মস্থানকে সাহায্য করছে বলে কথা! জন্মসূত্রে পিটারসন দক্ষিণ আফ্রিকার (South Africa)। যার ফলে নিজের দেশের প্রতি তাঁর টান বরাবরই দেখা যায়। সম্প্রতি ভারত তাদের তৈরি করোনা টিকা কোভিশিল্ড (Covishield) পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। যা দেখে আপ্লুত পিটারসন। দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন সরবরাহ করার জন্য তিনি ভারতকে ধন্যবাদও জানিয়েছেন।
India has taught me so much and also given me so much, throughout my career. I’ve felt the love, passion, energy and hospitality that not many other countries can compare with.
The world is seeing its care with the delivery of the vaccine to SA this week.??
— Kevin Pietersen? (@KP24) February 3, 2021
নিজের টুইটারে লিখেছেন, “আমার কেরিয়ারে ভারত আমাকে অনেক কিছু দিয়েছে ও শিখিয়েছে। ভারত থেকে যে ভালোবাসা, শক্তি, আতিথেয়তা পেয়েছি, তা অন্য কোনও দেশ থেকে আমি পাইনি। ভারতের সঙ্গে আমার একটা আবেগ জড়িয়ে রয়েছে। ভারত সবসময় সবার খেয়াল রাখে। সারা বিশ্ব এখন দেখতে পাচ্ছে ভারত কিভাবে দক্ষিণ আফ্রিকাকে ভ্যাকসিন পাঠিয়ে সাহায্য করছে।”
No way @CricketAus would have not played India in a Test tour.
It’s a really dark time in the world of cricket with CA cancelling their tour of @OfficialCSA. @englandcricket also pulled out of SA due to Covid issues, but players test positive in SL and tour goes on?!
?
— Kevin Pietersen? (@KP24) February 3, 2021
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মুখে একই দিনে দুই দেশের প্রতি উল্টো কথা শোনা গেল। ভারতের সুনাম করলেও, অস্ট্রেলিয়াকে একহাত নিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়া তাদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে। পিটারসন যার তীব্র সমালোচনা করেছেন। টুইটারে তিনি লেখেন, “ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে। ক্রিকেট বিশ্বের কাছে এটা একটা অন্ধকারময় সময়।”
আরও পড়ুন: টোকিও গেমসের প্রথম প্লেবুক প্রকাশ