শ্রীলঙ্কা ক্রিকেটে করোনার থাবা

Feb 03, 2021 | 6:27 PM

শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থার এবং ব্যাটসম্যান লাহিরু থিরুমনি করোনা আক্রান্ত।

শ্রীলঙ্কা ক্রিকেটে করোনার থাবা
শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থার এবং ব্যাটসম্যান লাহিরু থিরুমনি করোনা আক্রান্ত। (সৌজন্যে-আইসিসি টুইটার)

Follow Us

কলম্বো: ক্রিকেটে ফের করোনার (COVID-19) থাবা। এ বার শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থার (Mickey Arthur) এবং ব্যাটসম্যান লাহিরু থিরুমনি (Lahiru Thirimanne) করোনা আক্রান্ত। যার জেরে পিছিয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফর। পরিস্থিতির কথা মাথায় রেখে সফর সূচি পরিবর্তনের ভাবনাও শুরু হয়েছে। করোনা সংক্রামিত হওয়ার পর, কোভিড বিধি মেনে এই দু’জন আইসোলেশনে রয়েছেন।

 

 

লঙ্কা ক্রিকেট বোর্ডের (Sri Lanka Cricket Board) এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মমাফিক দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, নেট বোলার ও এইচপিসি স্টাফদের পিসিআর টেস্ট হয়েছিল। শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থার এবং ব্যাটসম্যান লাহিরু থিরুমনির রিপোর্ট পজিটিভ আসে। এই দুই সদস্য ছাড়া টিমের বাকি সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।

 

 

থিরুমনি নিজের টুইটারে লিখেছেন, “এইমাত্র খবর পেয়েছি আমি করোনা আক্রান্ত। আমার কোনরকম উপসর্গ ছিল না। আমি জানি না কীভাবে আমি সংক্রামিত হলাম। কর্তৃপক্ষকে সবটা জানিয়েছি। সবাই নিরাপদে থাকুন।”

আরও পড়ুন: রুটদের থামাতে পরিকল্পনা তৈরি কুলদীপের

এই সফর শুরু হওয়ার কথা ছিল ২০ ফেব্রুয়ারি। কিন্তু এই পরিস্থিতিতে সফরসূচি পরিবর্তন করা ছাড়া উপায় দেখছে না লঙ্কা ক্রিকেট বোর্ড। দলের সকলের স্বাস্থ্যের কথা ভেবেই ৩৬ জন সদস্যেকে ৩টি দলে ভাগ করা হয়েছিল। এই ৩টি দল ২৮ জানুয়ারি থেকে পৃথক পৃথক অনুশীলন শুরু করেছিল।

 

 

প্রসঙ্গত, এর আগে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের জন্য অস্ট্রেলিয়া তাদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছিল। এ বার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শ্রীলঙ্কা তাদের সফর সূচি পরিবর্তনের ভাবনা শুরু করেছে।

আরও পড়ুন: ক্রিকেটের ২২ গজ ছেড়ে গল্ফের মাঠে একসঙ্গে সচিন-যুবি

 

Next Article