রুটদের থামাতে পরিকল্পনা তৈরি কুলদীপের
চিপকের প্রথম টেস্টে তিন স্পিনার খেলাতে পারে ভারত। তা যদি হয়, তা হলে স্পিন বৈচিত্রের জন্য টিমে সুযোগ পেয়ে যেতে পারেন কুলদীপ।
চেন্নাই: দিনক্ষণ ধরলে ৭৬০ দিন টেস্ট খেলেননি তিনি। ২০১৮-১৯ সালের অস্ট্রেলিয়া সফরে সিডনিতে খেলেছিলেন শেষ টেস্ট। তাতে ৫ উইকেট ছিল তাঁর। কিন্তু তার পর থেকে আর টেস্ট খেলা হয়নি কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। ভারত এই সময়ের মধ্যে খেলেছে ১৩টা টেস্ট। সব টেস্টে মাঠের বাইরে থাকতে হয়েছে চায়নাম্যান বোলারকে। চেন্নাইয়ে কি প্রথম টেস্ট খেলবেন?
আরও পড়ুন: ক্রিকেটের ২২ গজ ছেড়ে গল্ফের মাঠে একসঙ্গে সচিন-যুবি
তিনি খেলবেন কিনা পরের কথা, তার আগে কুলদীপ বলে দিচ্ছেন, ‘শ্রীলঙ্কা সফরে ওরা চমত্কার পারফর্ম করেছে। ওখানে যে ভাবে স্পিন বোলিং সামলে এসেছে, ভারতের মাটিতে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবে ইংল্যান্ড। কিন্তু একটা ব্যাপার ওদের মাথায় রাখতে হবে, যতই ছন্দে থাকুক ইংলিশ ব্যাটসম্যানরা, ভারতের মাটিতে কিন্তু দীর্ঘদিন পর খেলছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে দ্রুত। তার পরও যদি পারফর্ম করতে পারে, কৃতিত্ব দিতে হবে ইংল্যান্ডকে।’
আরও পড়ুন: নিজেকে টি-টোয়েন্টি টিমে দেখতে চান রুট
চিপকের প্রথম টেস্টে তিন স্পিনার খেলাতে পারে ভারত। তা যদি হয়, তা হলে স্পিন বৈচিত্রের জন্য টিমে সুযোগ পেয়ে যেতে পারেন কুলদীপ। তাঁর কথায়, ‘যদি সুযোগ পাই, আমার কাছে কিন্তু ব্যাপারটা চ্যালেঞ্জিং হবে। অনেক দিন টেস্ট খেলিনি। তবে, ওদের সবাইকে খুব ভালো করে চিনি। আমার নিজস্ব পরিকল্পনা তৈরি। সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারব বলেই মনে হয়।’
আরও পড়ুন: হ্যাপি অ্যানিভার্সারি রয়-নাজিয়া
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নিয়ে নিজের হোমওয়ার্ক ভালোই সেরে রেখেছন কুলদীপ। বলেছেন, ‘রুট স্ট্রোক খেলার সময় পায়। ব্যাকফুটে স্পিনটা ভালো সামলে দেয়। বাটলার আবার বোলারদের তছনছ করতে ভালোবাসে। স্টোকসও তাই। বোলারকে চাপে রাখার চেষ্টা করে।’
আরও পড়ুন: টেনিস নতুন লাইন জাজমেন্ট টেকনোলজি
দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেললেও মানসিক ভাবে ভালো জায়গায় আছেন কুলদীপ। তাঁর কথায়, ‘কেউ যখন নিয়মিত টিমে থাকে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকে তার। আমি যদি প্রথম টেস্টে টিমে ঢুকি, তা হলে কিন্তু পরের টেস্টগুলোতেও ভালো জায়গায় থাকব নিজেকে চাপমুক্ত রাখছি। যাতে আত্মবিশ্বাস বেড়ে যায়।’