টেনিস নতুন লাইন জাজমেন্ট টেকনোলজি

নতুন টেকনোলজি ভুলত্রুটির হার কমিয়ে দেবে, এমনই বিশ্বাস আয়োজকদের।

টেনিস নতুন লাইন জাজমেন্ট টেকনোলজি
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2021 | 4:31 PM

মেলবোর্ন: করোনা (COVID-19) ভীতির জন্য অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) প্রতিযোগীদের বাধ্যতামূলক কোয়ারান্টিনের (Quarantine) ব্যবস্থা করেছিল আয়োজকরা। এ বার ওই করোনার জন্যই টেনিসে আসতে চলেছে নতুন টেকনোলজি (electronic line judgment technology)। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামে কোনও লাইন আম্পায়ার থাকছেন না। তার বদলে থাকছে ইলেকট্রনিক লাইন কল। ম্যাচের সময় লাইন আউট, ফুট ফল্ট বা ফল্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভিডিয়োর মাধ্যমে বিচার করবেন চেয়ার আম্পায়ার।

আরও পড়ুন: পিএসজি চলেছেন মেসি, জল্পনা তুঙ্গে

টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেগ টিলে বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনই প্রথম গ্র্যান্ড স্লাম, যেখানে সব লাইন জাজমেন্ট হবে লাইভ ইলেকট্রনিক লাইন কলিং টেকনোলজি থাকছে সব কোর্টে।’

যতই করোনার কথা বলা হোক, লাইন জাজমেন্ট নিয়ে টেনিস প্লেয়াররা বরাবরই বিরক্তি প্রকাশ করেছেন। নোভাক জকোভিচ থেকে শুরু করে সমস্ত তারকাই কোনও না কোনও সময় প্রতিবাদও করেছেন এ নিয়ে। যে কারণে এই লাইন টেকনোলজি নিখুঁত করার ভাবনা চলছিলই। এখনকার পরিস্থিতি সেই দিকেই আরও তাড়াতাড়ি ঠেলে দিল টেনিস দুনিয়াকে।

আরও পড়ুন: বালুচিস্তানের গদর স্টেডিয়াম দেখে আগ্রহী আইসিসিও

অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টরের ব্যাখ্যা, ‘এই সিস্টেম ক্লোজ কলগুলো তুলে ধরবে জায়ান্ট স্ক্রিনে। যে কোনও খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে আরও সন্দিহান হওয়া যাবে। কোনও প্লেয়ার চাইলে রিপ্লে খতিয়ে দেখবেন চেয়ার আম্পায়ার।’

নতুন টেকনোলজি ভুলত্রুটির হার কমিয়ে দেবে, এমনই বিশ্বাস আয়োজকদের। এতেও কিছুটা চমক থাকছে। অস্ট্রেলিয়ান ওপেনের সময় লাইন জাজমেন্টের ক্ষেত্রে ওই দেশের জনপ্রিয় মানুষদের গলার আওয়াজও শোনা যাবে।

আরও পড়ুন: রোনাল্ডোর জোড়া গোলে জুভের জয়