পিএসজি চলেছেন মেসি, জল্পনা তুঙ্গে

স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, ইতিমধ্যেই ফরাসি শেখার কাজ শুরু করে দিয়েছে মেসি আর তার পরিবার। যা ইঙ্গিত দেয় প্যারিসে যাওয়ার চিন্তাভাবনা অন্তত শুরু করে দিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা।

পিএসজি চলেছেন মেসি, জল্পনা তুঙ্গে
বার্সেলোনা জার্সিতে মেসি-নেইমার। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 3:05 PM

প্যারিস: লিওনেল মেসির পরবর্তী ডেস্টিনেশন কি প্যারিস? নতুন মরসুমে আর্জেন্টিনীয় সুপারস্টারের প্যারিস সাঁ জা-তে যোগদান নিয়ে বিশ্ব ফুটবলে জল্পনা তুঙ্গে। চলতি মরসুমের পরই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সেলোনার। তারপর মেসি ফ্রি প্লেয়ার। ইতিমধ্যেই বার্সেলোনা কোচ কোম্যানও ইঙ্গিত দিয়েছেন যে, নতুন মরসুমে মেসি ন্যু ক্যাম্পে থাকবেন কিনা, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

এই পরিস্থিতিতে মেসিকে প্যারিসে আনতে কোমর বেঁধে নামছে প্যারিস সাঁ জা। প্ল্যান এ, প্ল্যান বি তৈরি রেখেছে তারা। বিশ্ব ফুটবলের দলবদলে সবচেয়ে বড় চমক দেওয়ার জন্য একটা বড় কাজ সেরে ফেলেছে তারা। সূত্রের খবর, নেইমারের সঙ্গে চুক্তি বাড়ানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আরও চার বছরের জন্য ব্রাজিলীয় তারকা থাকতে চলেছেন পিএসজিতে। নেইমারকে দিয়েই মেসিকে প্যারিসে আনার কাজটা সারতে চাইছে প্যারিস সাঁ জা।

ন্যু ক্যাম্পে ভালো সময় কাটিয়েছেন মেসি-নেইমার। দুজনের সম্পর্কও বেশ ভালো। প্রকাশ্যেই নেইমার জানিয়েছেন যে, মেসির সঙ্গে আবার জুটি বাঁধতে চান তিনি। পিএসজি কর্তারা মনে করছেন, নেইমারের চুক্তি বাড়লে, মেসিকে প্যারিসে আনার কাজটা সহজ হতে পারে। নেইমার-এমবাপের সঙ্গে মেসি যোগ দিলে পিএসজির আক্রমনভাগ বিশ্বের সেরা হতে পারে। নিজেদের দিনে যেকোনও ডিফেন্সকে ভেঙে তছনছ করে দিতে পারে এই ত্রয়ী।

আরও পড়ুন:বালুচিস্তানের গদর স্টেডিয়াম দেখে আগ্রহী আইসিসিও

স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, ইতিমধ্যেই ফরাসি শেখার কাজ শুরু করে দিয়েছে মেসি আর তার পরিবার। যা ইঙ্গিত দেয় প্যারিসে যাওয়ার চিন্তাভাবনা অন্তত শুরু করে দিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। বার্সেলোনা নিশ্চয়ই তাদের সেরা তারকাকে রাখার জন্য় অল আউট ঝাঁপাবে। মেসিকে তুলে আনার জন্য চেষ্টার কসুর করবে না সিটি, পিএসজির মত ক্লাব। সব মিলিয়ে মাঠের বাইরে জমে উঠতে পারে এলএমটেনকে নিয়ে বিশ্বের সেরা ক্লাবগুলোর লড়াই।