রোনাল্ডোর জোড়া গোলে জুভের জয়

কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে ২-১ হারাল জুভেন্তাস। গত মাসে সিরি আ-তে মিলানের কাছে ২-০ হারের বদলা নিল জুভে।

| Updated on: Feb 03, 2021 | 1:40 PM
৯ মিনিটে ইন্টার মিলানকে এগিয়ে দেন লটারো মার্টিনেজ।

৯ মিনিটে ইন্টার মিলানকে এগিয়ে দেন লটারো মার্টিনেজ।

1 / 5
২৬ মিনিটে পেনাল্টিতে প্রথম গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডের।

২৬ মিনিটে পেনাল্টিতে প্রথম গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডের।

2 / 5
৩৫ মিনিটে সিআর সেভেনের দ্বিতীয় গোল, এগিয়ে যায় জুভে।

৩৫ মিনিটে সিআর সেভেনের দ্বিতীয় গোল, এগিয়ে যায় জুভে।

3 / 5
কোপা ইতালিয়ার সেমি ফাইনালের দ্বিতীয় লেগে দুই দল ফের মুখোমুখি হবে ১০ ফেব্রুয়ারি।

কোপা ইতালিয়ার সেমি ফাইনালের দ্বিতীয় লেগে দুই দল ফের মুখোমুখি হবে ১০ ফেব্রুয়ারি।

4 / 5
সবথেকে বেশি ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্তাস (১৩ বার)। আরও  একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

সবথেকে বেশি ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্তাস (১৩ বার)। আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

5 / 5
Follow Us: