সাউদাম্পটনকে ৯ গোলের মালা পরাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে বড় ব্যবধানে জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। সাউদাম্পটনকে (Southampton) ৯-০ হারাল রেড ডেভিলসরা। গোলের বন্যায় ভেসে গেল সাউদাম্পটন। এর আগে ১৯৯৫ সালে ইপসউইচের বিরুদ্ধে এত বড় ব্যাবধানে জয় পেয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের ২ ফুটবলার লাল কার্ড দেখেন। ৯ জনের সাউদাম্পটনকে হাসতে হাসতে উড়িয়ে দিল রেড ডেভিলসরা।

| Updated on: Feb 03, 2021 | 12:44 PM
ম্যাচের ১৮ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যারন ওয়ান বিসাকার প্রথম গোল।

ম্যাচের ১৮ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যারন ওয়ান বিসাকার প্রথম গোল।

1 / 9
২৫ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দ্বিতীয় গোল করেন মার্কোস রাশফোর্ড।

২৫ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দ্বিতীয় গোল করেন মার্কোস রাশফোর্ড।

2 / 9
ম্যাচের ৩৪ মিনিটে জান বেদনারেকের আত্মঘাতী গোল।

ম্যাচের ৩৪ মিনিটে জান বেদনারেকের আত্মঘাতী গোল।

3 / 9
৩৯ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এডিনসন কাভানির গোল।

৩৯ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এডিনসন কাভানির গোল।

4 / 9
ম্যাচের প্রথমার্ধেই ৪-০ ব্যাবধানে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

ম্যাচের প্রথমার্ধেই ৪-০ ব্যাবধানে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

5 / 9
ম্যাচের ৬৯ ও ৯০ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের জোড়া গোল।

ম্যাচের ৬৯ ও ৯০ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের জোড়া গোল।

6 / 9
৭১ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৭ নম্বর গোলটি করেন স্কট ম্যাকটমিনে।

৭১ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৭ নম্বর গোলটি করেন স্কট ম্যাকটমিনে।

7 / 9
৮৭ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্ডেজের গোল।

৮৭ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্ডেজের গোল।

8 / 9
ইনজুরি টাইমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শেষ গোল করেন ড্যানিয়েল জেমস। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ইনজুরি টাইমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শেষ গোল করেন ড্যানিয়েল জেমস। (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

9 / 9
Follow Us: