ক্রিকেটের ২২ গজ ছেড়ে গল্ফের মাঠে একসঙ্গে সচিন-যুবি

নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যেই এই ছবি ভাইরাল।

ক্রিকেটের ২২ গজ ছেড়ে গল্ফের মাঠে একসঙ্গে সচিন-যুবি
ক্রিকেটের ২২ গজ ছেড়ে গল্ফের মাঠে একসঙ্গে সচিন-যুবি। (সৌজন্যে-সচিন তেন্ডুলকর ইন্সটাগ্রাম)
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 4:41 PM

মুম্বই: ক্রিকেট থেকে অবসরের পর অনেক ক্রিকেটারকেই দেখা যায় গল্ফে (Golf) মজতে। এ বার গল্ফের স্টিক হাতে দেখা গেল সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও যুবরাজ সিংকে (Yuvraj Singh)। সোশ্যাল মিডিয়াতে দুই ক্রিকেটারই ভীষণ অ্যাক্টিভ। একে অপরকে ট্যাগ করে মাঝে মধ্যেই পোস্ট করেন।

সচিন তেন্ডুলকর তাঁর ইন্সটাগ্রামে যুবরাজের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। লেখেন, “ক্রিকেট থেকে গল্ফ, আমরা একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসেছি যুবি!” সেই পোস্টে যুবরাজ বেশ মজার ছলে উত্তরও দেন। তিনি লেখেন, “যেখানে গুরু যাবেন, শিষ্যও সেখানেই হাজির হবে।” নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যেই এই ছবি ভাইরাল।

আরও পড়ুন: নিজেকে টি-টোয়েন্টি টিমে দেখতে চান রুট

২২ গজে বা তার বাইরে এই দুই ক্রিকেটার একে অপরকে সব সময় সমর্থন করেন। জন্মদিনের শুভেচ্ছাবার্তা হোক, কিংবা নেট দুনিয়ার কোনও চ্যালেঞ্জ। সবেতেই অংশ নেন যুবি। এখানেও পিছিয়ে নেই লিটল মাস্টার্স। লকডাউনের সময় যুবরাজ টুইটারে চ্যালেঞ্জ দেন সচিনকে। অভিনব কায়দায় সেই চ্যালেঞ্জে টুইস্ট এনে পূরণও করেন সচিন।

আরও পড়ুন: হ্যাপি অ্যানিভার্সারি রয়-নাজিয়া