নিজেকে টি-টোয়েন্টি টিমে দেখতে চান রুট
নাগপুর থেকে চেন্নাই--- আট বছরের মধ্যে ১০০ টেস্ট। রুটের মনে হচ্ছে বড় দ্রুতই ছুঁয়ে ফেলতে চলেছেন মাইলস্টোন।
চেন্নাই: ৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে (India vs England) চেন্নাইয়ে ১০০তম টেস্ট খেলতে নামছেন জো রুট (Joe Root)। ৩০ বছরের ইংল্যান্ডের ক্যাপ্টেন দারুণ ফর্মে আছেন। শ্রীলঙ্কার মাটিতে দু’টেস্টের সিরিজে একটা ডাবল সেঞ্চুরি ও একটা সেঞ্চুরি করে এসেছেন। টিম ব্যাটিং সাফল্য অনেকটাই নির্ভর করবে তাঁর উপর। টেস্টে প্রায় ৫০ গড় থাকা রুট নিজেও মুখিয়ে রয়েছেন বিরাট কোহলির টিমের বিরুদ্ধে নামার জন্য।
২০১২ সালে নাগপুরে ভারতের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিল রুটের। এই আট বছরে নিজেকে টিমের অপরিহার্য করে তুলেছেন। সেই দিনগুলো ভোলেননি রুট। বলেছেন, ‘কেভিন পিটারসেনের সঙ্গে সে দিন ব্যাট করতে নেমেছিলাম। দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ আমাকে এতটাই আনন্দ দিয়েছিল যে, আমি নিজের হাসি থামাতেই পারছিলাম না। সচিন তেন্ডুলকর মিডঅফে ফিল্ডিং করছিল। ক্রিজের উল্টো দিকে পিটারসেন দাঁড়িয়ে ছিল। এগুলো ভুলে ফোকাস করতে আমার কিছুটা সময় লেগেছিল।’
আরও পড়ুন: হ্যাপি অ্যানিভার্সারি রয়-নাজিয়া
নাগপুর থেকে চেন্নাই— আট বছরের মধ্যে ১০০ টেস্ট। রুটের মনে হচ্ছে বড় দ্রুতই ছুঁয়ে ফেলতে চলেছেন মাইলস্টোন। ‘আমার তো মনে হচ্ছে এই গতকালই নাগপুর টেস্ট খেলেছি। আশা করি এটাই আমার শেষ টেস্ট হবে না। আরও অনেক টেস্ট খেলব। সেই সঙ্গে অনেক স্মৃতিও থাকবে।’
লকডাউনে নিজের ব্যাটিং অনেকখানি পাল্টে ফেলেছেন রুট। টেস্টেও অনেক আগ্রাসী ব্যাট করছেন। বল প্রতি রান তোলার চেষ্টা করছেন। যা প্রয়োগ করে শ্রীলঙ্কা সফরে দারুণ সফল হয়েছেন তিনি। কেন রুট নিজেকে পাল্টেছেন? টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি মেলে ধরতে চান।
আরও পড়ুন: টেনিস নতুন লাইন জাজমেন্ট টেকনোলজি
রুট বলেও দিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমিও ইংল্যান্ড টিমের অংশ হতে পারি। আসলে তিনটে ফর্ম্যাটেই খেলতে ভালো লাগে আমার। তিনটে ফর্ম্যাটে তিন রকম চ্যালেঞ্জ নিতে হয় ব্যাটসম্যানকে। গত কয়েক বছরে আমি খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। যদি কুড়ি-বিশের টিমে সুযোগ পাই, যতটা সম্ভব মেলে ধরব নিজেকে।’
বিরাট, স্মিথ, উইলামসনদের মতো বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় থাকবেন রুটও। শ্রীলঙ্কা সফরে দারুণ ছন্দে থাকলেও রুট বলতে দ্বিধা করছেন না, ‘আমি নিজে কত রান করলাম, তা নিয়ে ভাবি না। টিম জিতল কিনা, সেটাই আসল। দেশকে ম্যাচ জেতানোর ক্ষেত্রে যদি অবদান রাখতে পারি, সেই চেষ্টাই করি।’ ইংল্যান্ডের ক্যাপ্টেন যাই বলুন না কেন, হোম সিরিজে কিন্তু বিরাটের জন্য থাকছে রুট নামক কাঁটা!
আরও পড়ুন: পিএসজি চলেছেন মেসি, জল্পনা তুঙ্গে