IPL 2021: নীতিশের ব্যাটিংয়ে মুগ্ধ কেকেআর ক্যাপ্টেন

Apr 12, 2021 | 4:15 PM

হায়দরাবাদকে (SRH) প্রথম ম্যাচে হারিয়ে মনোবল তুঙ্গে কেকেআরের (KKR)। পরের ম্যাচগুলোতেও ধারাবাহিকতা তুলে ধরতে চান মর্গ্যানরা।

IPL 2021: নীতিশের ব্যাটিংয়ে মুগ্ধ কেকেআর ক্যাপ্টেন
সৌজন্যে-টুইটার

Follow Us

কলকাতা: আইপিএল ১৪-র (IPL 14) প্রথম ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। আইপিএলের ইতিহাসে নাইটরা ১০০তম ম্যাচ জেতার রেকর্ড করল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত দাপিয়ে খেলেছে পুরো টিম। ব্যাটিং ইউনিটের চমত্‍কার পারফরম্যান্সের জন্যই সাফল্য এসেছে বিশ্বাস ইওন মর্গ্যানের (Eoin Morgan)। সেই সঙ্গে কেকেআর ক্যাপ্টেন এও মনে করছেন, বিস্ফোরক ব্যাটিং ইউনিটই যে কোনও টিমের বিরুদ্ধে ম্যাচ জেতার স্বপ্নপূরণ করতে পারে।

নীতিশ রানা (Nitish Rana) ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নারের টিমের বিরুদ্ধে। যা ১৮৭ রানে পৌঁছে দিয়েছিল বেগুনি জার্সিকে। ম্যাচের পর উচ্ছ্বসিত মর্গ্যান বলেছেন, ‘নীতিশ ম্যাচ উইনিং ইনিংস খেলল। ওর ব্যাটিংয়ের যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, ও পজিটিভ ভাবনা থেকে আগ্রাসী খেলেছে। ওর ওই ইনিংসটার পর কিন্তু আমাদের ব্যাটিংটা সহজ হয়ে গিয়েছিল।’

আরও পড়ুন: IPL 2021: চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন হয়েছে পৃথ্বীর: শিখর

গত আইপিএলে ব্যাটিংটাই ছিল সবচেয়ে চিন্তার দিক। সেই অর্থে বড় রান কেউই দিতে পারেননি। নীতিশ, শুভমন গিলরাই যে কিছুটা ফর্মে ছিলেন। এ বার পরিস্থিতি পাল্টাবে, এমনই ধারণা মর্গ্যানের। ‘আমাদের টিমের অনেক পজিটিভ দিক আছে। তার মধ্যে একটা হল ব্যাটিং। শুভমন, নীতিশরা টিমের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান। রাহুল ত্রিপাঠীও তিন নম্বরে নেমে দারুণ ব্যাট করল। আমার টিমের মিডল অর্ডারের কিন্তু বহুমুখী একটা ব্যাপার আছে। দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা যে কোনও ম্যাচ পাল্টে দিতে পারে। আমার তো মনে হয়, কেকেআরের বিস্ফোরক ব্যাটিং ইউনিট যে কোনও ম্যাচ জেতাতে পারে।’

আইপিএলে আজকাল ২০০ রানের টার্গেট দিলেও নিরাপদ মনে হচ্ছে না। বিপক্ষ টিম অনেক ক্ষেত্রে রান তাড়া করে জিতে যাচ্ছে। ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে শুরুতেই যে কারণে হরভজন সিংকে নিয়ে এসেছিলেন মর্গ্যান। ‘হরভজনকে অনেক চিন্তাভাবনা করে প্রথম ওভার বল করতে দিয়েছিলাম। ওর বলে ওয়ার্নারের ক্যাচটা না পড়লে পরিস্থিতি অন্যরকম হতেই পারত।’

হায়দরাবাদকে প্রথম ম্যাচে হারিয়ে মনোবল তুঙ্গে কেকেআরের। পরের ম্যাচগুলোতেও ধারাবাহিকতা তুলে ধরতে চান মর্গ্যানরা।

আরও পড়ুন: IPL 2021 Points Table: আইপিএলের তিন ম্যাচের পর পয়েন্ট টেবলে কোন দল কোন স্থানে রয়েছে জেনে নিন…

Next Article