IPL 2021: চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন হয়েছে পৃথ্বীর: শিখর

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। কিন্তু দু'ইনিংসে রান না পাওয়ায় ভারতীয় টিম থেকে বাদ পড়েন। তার পর আর সুযোগ পাননি। বিজয় হাজারে ট্রফিতে নিজেকে মেলে ধরেছিলেন মুম্বইয়ের তরুণ ওপেনার।

IPL 2021: চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন হয়েছে পৃথ্বীর: শিখর
সৌজন্যে-আইপিএল টুইটার
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 4:01 PM

মুম্বই: খারাপ সময় কাটিয়ে এ বার আলোয় ফিরেছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ৩৮ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। পৃথ্বী ও শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ১৩৮ রানের জুটিটাই জয়ের রাস্তা দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। শিখর করেছিলেন ৮৫, ৫৪ বল খেলে।

পৃথ্বী উল্টো দিকে ব্যাট করতে দেখে উচ্ছ্বসিত শিখর। বলেছেন, ‘অনেক দিন পর পৃথ্বীকে ব্যাট করতে দেখে দারুণ লাগছিল। খুব সাবলীল ব্যাট করছিল। চমত্‍কার টাইমিং হচ্ছিল। ও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন হয়েছে ওর।’

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেছিলেন পৃথ্বী। কিন্তু দু’ইনিংসে রান না পাওয়ায় ভারতীয় টিম থেকে বাদ পড়েন। তার পর আর সুযোগ পাননি। বিজয় হাজারে ট্রফিতে নিজেকে মেলে ধরেছিলেন মুম্বইয়ের তরুণ ওপেনার। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির ঝ বইয়ে দিয়েছিলেন। সেই ফর্ম নিয়েই যেন আইপিএল ১৪ শুরু করেছেন পৃথ্বী। যা নিয়ে শিখরও বলছেন, ‘বিজয় হাজারে ট্রফিতে ও দারুণ পারফর্ম করেছে। বেশ কিছু সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি করেছে। সেই ধারাবাহিকতাটাই দেখতে পাচ্ছি আইপিএলে। ওকে প্রথম ম্যাচেই বড় রান করতে দেখে আমি সত্যিই খুশি।’

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতে আইপিএল যাত্রা শুরু করেছে দিল্লি। এটা ঋষভ পন্থের টিমের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। শিখরের কথায়, ‘এই একটা জয় দিয়ে মরসুম শুরু করতে পারলে আত্মবিশ্বাস বেড়ে যায়। ড্রেসিংরুমের চেহারাই এখন পাল্টে গিয়েছে। ম্যাচটার আগে আমরা ঠিকঠাক প্রস্তুতি নিয়েছিলাম। যে পরিকল্পনা নিয়ে নেমেছিলাম আমরা, সেগুলো ঠিকঠাক কাজেও লাগাতে পেরেছি। টিম আর নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

আরও পড়ুন: IPL 2021 Points Table: আইপিএলের তিন ম্যাচের পর পয়েন্ট টেবলে কোন দল কোন স্থানে রয়েছে জেনে নিন…

ক্যাপ্টেন পন্থের অভিষেক হয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে। কেমন লেগেছে তাঁকে? শিখর অকপট, ‘শ্রেয়সকে না পাওয়াটা বড় ধাক্কা। আমরা ওকে মিস করছি। কিন্তু পন্থ দারুণ শুরু করেছে। ও তরুণ ক্যাপ্টেন, একই সঙ্গে এটাও বড় ব্যাপার যে, পন্থ ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচটা জিতেছে। অধিনায়ক হিসেবে ও কিন্তু খুব ঠান্ডা মাথার। ভালো বোলিং পরিবর্তনও করছিল। এই অভিজ্ঞতাটা ওর কাজে লাগবে। দ্রুত পরিণত হতে পারবে।’

দিল্লি এ বার আইপিএল জেতার মতো টিম, বিশ্বাস শিখরের। ‘সমর্থকরা যে ভাবে সমর্থন করছে, তাতে আমরা অনেক বেশি তেতে মাঠে নামছি। তার থেকেও বড় ব্যাপার হল, এ বার দিল্লি কিন্তু আইপিএল জেতার মতো টিম।’