আবু ধাবি: দাপট দেখিয়ে ম্যাচে জিতলেন। যে দলটা খাদের ধারে দাঁড়িয়ে ছিল তারাই এখন লিগ টেবিলের চার নম্বরে। কিন্তু এই সাফল্যের পরও জরিমানা কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়ক (captain) ইয়ন মর্গ্যানের (Eoin Morgan)। কারণ স্লো ওভার রেট (slow over rate)। আইপিএলের (IPL) বিবৃতিতে জানানো হয়েছে, ২৪ লক্ষ টাকা জরিমানা (fine) দিতে হবে নাইট অধিনায়ককে। পাশাপাশি দলের বাকি ক্রিকেটারদের ফাইন হিসেবে দিতে হবে ৬ লক্ষ টাকা। আইপিএল কোড অব কনডাক্ট অনুয়াযী কলকাতা নাইট রাইডার্সের এটি দ্বিতীয় অপরাধ।
রবিবার ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। আরব দেশে পাওয়া ছন্দ কোনও ভাবেই হাতছাড়া করতে নারাজ কলকাতা। তাই স্লো ওভার রেটের জরিমান নিয়ে আপাতত কোনও ভাবনা চিন্তা বা ভয় নেই নাইট শিবিরের। ,সব ফোকাস একটা দিকেই, প্রথম চারে জায়গা ধরে রেখে প্লে-অফ খেলা নিশ্চিত করা। তবে সমস্যা যে একেবারে নেই তা নয়। আরও একবার ওভার রেট স্লো থাকলে এক বা দুটি ম্যাচের জন্য নির্বাসনে যেতে হবে নাইট অধিনায়ককে।
অনেকদিন পর দল আবার দাপট দেখাচ্ছে মাঠে। তাই কোনও ভয়ের পরিবেশ তৈরি করতে চায় না নাইট শিবির। বরং কোচ ম্যাকালামের পছন্দের ক্রিকেট খেলতে পারছেন বলেই খুশি নাইট অধিনায়ক মর্গ্যান। ”অনেকদিন পর আবার এমন দাপটের সঙ্গে ক্রিকেট খেলছি আমরা। বাজ (ব্রেন্ডন ম্যাকালাম) প্রায় দুবছর দলের দায়িত্ব নিয়েছে। আমরা এখন যে ভাবে খেলছি সেটাই ওর স্টাইল। মুম্বইয়ের মত দলকে আটকে দেওয়া তারপর এই রকম দাপট দেখিয়ে রান তাড়া করা গোটা দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে।”
ভেঙ্কটেশ আইয়ারের পারফরম্যান্স দেখে খুশি কেকেআর অধিনায়ক। এর পেছনেও ম্যাকলামকে কৃতিত্ব দিচ্ছেন মর্গ্যান। ”ওকে আমরা কখনও বেঁধে রাখিনি। নির্দিষ্ট সংখ্যক রান করতে হবে এমন কোনও লক্ষ্যও ওকে (ভেঙ্কটেশ আইয়ার) দেওয়া হয় না। নেটে বা প্র্যাক্টিস ম্যাচে এভাবেই ব্যাটিং করেছে। বাজ (ব্রেন্ডন ম্যাকালান) ওকে আত্মবিশ্বাস জুগিয়ে গেছে। তাইতো মাত্র দুটো ম্যাচেই ওর মধ্যে এমন আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।”
আরও পড়ুন : সৌরভকে দেখে বাঁ-হাতে ব্যাটিং শুরু: ভেঙ্কটেশ আইয়ার
আরও পড়ুন : বিশ্বকাপে না খেলার জ্বালা মিটবে অরেঞ্জ ক্যাপে